ঢাকা: সম্প্রতি পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এরপরই ক্রিকেট বিশ্বে শুরু হয় আলোচনা-সমালোচনা।
তবে নিরাপত্তা কর্মীরা ওয়াসিমের সঙ্গে থাকবেন তার বাসা থেকে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আসা-যাওয়ার পথে। বর্তমানে ওয়াসিম করাচি স্টেডিয়ামে ফাস্ট বোলারদের নিয়ে একটি ক্যাম্পে প্রশিক্ষন দিচ্ছেন।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে জানানো হয়েছে, নিরাপত্তা কর্মীরা অন্তত চারটি সশস্ত্র আধাসামরিক রেঞ্জার্সে অন্তর্ভুক্ত হবেন।
পিসিবি’র এক মুখপাত্র বলেন, ‘এ ঘটনার পর আমরা ওয়াসিমের নিরাপত্তা জোরদার করছি। বর্তমান ক্যাম্পের চুক্তির সময় পর্যন্ত স্টেডিয়ামে আসা-যাওয়ার পথে তার সঙ্গে নিরাপত্তা কর্মী থাকবে। ’
এদিকে করাচির ইস্ট-জোনের ডিআইজি মুনির আহমেদ শেখ জানান, ওয়াসিমের ঘটনার তদন্তে নেমে আমরা আমির নামে একজনকে গ্রেফতার করেছি। ধারণা করা হচ্ছে গ্রেফতার করা ব্যক্তি ওয়াসিমের গাড়িকে লক্ষ্য করে আঘাত করেছিল।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এমএমএস