ঢাকা: চলতি অ্যাশেজের এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়াকে লজ্জায় ফেলে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজ হারের পর বিশ্ব ক্রিকেটে অজিদের নিয়ে উঠেছে নিন্দার ঝড়।
অজিদের সাবেক এ উইকেটরক্ষক অস্ট্রেলিয়ার পতনের জন্য তাদের স্ত্রী আর বান্ধবীদের দুষলেন। তিনি বলেন, ক্রিকেটারদের মনঃসংযোগ নষ্ট হয়ে গিয়েছে আরও আগেই। প্রথম টেস্টে হেরে দ্বিতীয় টেস্টে তারা ঘুরে দাঁড়িয়েছিল ঠিকই। কিন্তু স্ত্রী আর বান্ধবীদের নিয়ে ক্রিকেটাররা এতই ব্যস্ত যে তৃতীয় ম্যাচ হারের পরও তাদের মনঃসংযোগ ফিরে আসেনি।
তিনি আরও যোগ করেন, এখানে বেশ কিছু ক্রিকেটার রয়েছে যারা অনেক অভিজ্ঞ। তাদের সঙ্গীরা সবাই এখানে জড়ো হয়েছে। তাদের এখানে আসার জন্য ঘৃণা পোষণ করছি। আমি চেয়েছিলাম, সিরিজ জয়ের পরই তারা যেন এখানে আসে। ক্রিকেটারদের সঙ্গীরা সিরিজের মাঝখানে এসেই যত সমস্যা তৈরি করেছে।
সাদা পোশাকের ম্যাচে মনঃসংযোগটাই আসল কথা জানিয়ে ইয়ান হিলি বলেন, টেস্টে আপনার মানসিক দিক অবশ্যই কঠোর হতে হবে। পুরো মানসিক দিকটাই ক্রিকেটে ঢেলে দিতে হবে। কিন্তু আমি দেখেছি অস্ট্রেলিয়ার বর্তমান স্কোয়াডের দু’একজন ছাড়া আর কেউই শক্ত মানসিকতা নিয়ে খেলেনি। তাদের মনঃসংযোগে ঘাটতি ছিল। সঙ্গে স্ত্রী আর বান্ধবী রাখাতেই তাদের এই হাল হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৫
এমআর