ঢাকা: অস্ট্রেলিয়ার আসন্ন বাংলাদেশ সফরে টেস্টে বাংলাদেশ নিজের উন্নতির প্রমাণ দেখাতে চায় বলে জানিয়েছেন সাকিব আল হাসান।
তিনি বলেন, ওয়ানডেতে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দল।
ফলে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও ভাল খেলে টেস্টে বাংলাদেশের যে উন্নতি হয়েছে সেটা প্রমাণ করে দেখাতে চান বলে জানান দেশসেরা এ ক্রিকেটার।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে আমরা ওয়ানডেতে ভালো খেলছি। কিন্তু ফলাফল পক্ষে না আসায় উন্নতি হয়েছে তা বলতে পারিনি। গত কয়েকটি সিরিজের ফল পক্ষে আসায় ওয়ানডেতে উন্নতির কথা বলতে পারছি।
তিনি বলেন, টেস্টেও আমরা বেশ ভালো খেলছি। কিন্তু গত কয়েকটি সিরিজে বৃষ্টির কারণে ভালো খেলেও কোনো ফলাফল আসেনি। এবার অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো খেলে আমার উন্নতি প্রমাণ করতে চাই।
রোববার (০৯ আগস্ট) দুপুরে বনানীতে সাকিব’স ডাইন এ লেনোভো ও সাকিব আল হাসানের মধ্যকার বন্ধন জোরদারের অংশ হিসেবে এক অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।
লেনোভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আরো বলেন, লেনোভো অন্যতম শীর্ষ কম্পিউটার বিক্রয় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করি।
অনুষ্ঠানে লেনোভোর হেড ওভারসিজ (সাউথ এশিয়া) অঞ্জন বড়ুয়া বলেন, লেনোভো সম্ভাবনায় এমন পণ্য বাজারে আনে যা গ্রাহকের স্বপ্নকে বাস্তবায়ন করে।
লেনোভো বাংলাদেশের ১৮ থেকে ৩৪ বছর বয়সী গ্রাহকের কথা চিন্তা করে পণ্য উৎপাদন করে। ২০১৫ সালের প্রথম প্রান্তিকে এ দেশের বাজারে তাদের ৯ শতাংশ শেয়ার রয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এনএ/এসআর