ঢাকা: পাকিস্তানের ক্রিকেটে ইনজামাম উল হকের অবদান কম নয়। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
পাকিস্তানের এক শীর্ষস্থানীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইউনিসের স্মতিচারণা করেন ইনজামাম। ‘ইউনিস ও আমি দীর্ঘদিন একসঙ্গে ক্রিকেট খেলেছি। কোনো সন্দেহ নেই যে, সে একজন শীর্ষ পর্যায়ের ক্রিকেটার। বেঙ্গালুরুতে ২০০৫ সালে ভারতের বিপক্ষে তার ২৬৭ রানের ইনিংস আমার এখনো মনে পড়ে। ’
ইউনিস যে তরুণদের জন্য এক অনুকরণীয় আদর্শ তাও তুলে ধরেন ইনজামাম। ‘তাকে দেখে পাকিস্তানের উদীয়মান ক্রিকেটারদের শেখা উচিত। তার বর্ণাঢ্য ক্যারিয়ার তরুণদের অনুপ্রেরণা যোগাবে। ’
টেস্টে ইউনিসের ১০ হাজার রান পূর্ণ হোক সেটিও মনেপ্রাণে চাইছেন ৯২’র বিশ্বকাপজয়ী ইনজামাম। ‘টেস্ট ক্রিকেটে ইউনিস খুবই ধারাবাহিক। এ ফরমেটে সে অনন্য উচ্চতায় পৌঁছেছে। আশা করছি, ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারবে। ’
এখন পর্যন্ত ১০১ টেস্টে ৫৪.০৭ গড়ে ৮,৮১৪ রান করেছেন ইউনিস। ২৯টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে ত্রিশটি শতক।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আরএম