ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন ২৬ ক্রিকেটার। সেখান থেকে সপ্তাহখানেক পরই ঘোষণা করা হবে ১৪-১৫ জনের চূড়ান্ত স্কোয়াড।
দলে একঝাঁক নতুন ক্রিকেটার আসায় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ক্যাম্পের প্রথম দিন থেকেই। রোববার (০৯ আগস্ট) বিকেলে মিরপুরে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে ক্রিকেটাররা।
যেখানে ফিটনেস ও স্ট্রেন্থ লেভেলকে উন্নত করার জন্য কাজ করছেন হেড কোচ চ্যাম্পিকা গামাগেসহ সাপোর্টিং স্টাফরা। গত ৭ আগস্ট থেকে শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্প চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
রোববার সকালে অনুশীলন ক্যাম্প নিয়ে কোচ-কর্মকর্তাদের সঙ্গে মিটিংয়ে অংশ নেন ক্রিকেটাররা। এরপর স্ট্রেন্থ প্রোগ্রামে অংশ নেন প্রাথমিক স্কোয়াডে থাকা ২৬ ক্রিকেটার।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। সফরে বাংলাদেশের বিপক্ষে ৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
হোম সিরিজ শেষে নভেম্বরের শেষ দিকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে ব্যাংকক যাবে টাইগ্রেসরা।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৫
এসকে/এমআর