ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পিসিবি’কে বাটের অনুরোধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
পিসিবি’কে বাটের অনুরোধ ছবি : সংগৃহীত

ঢাকা: ফিক্সিং কেলেঙ্কারি থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্ত হয়েছেন পাকিস্তানের সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। তবে আমির আরো আগেই ঘরোয়া ক্রিকেটে নিজের নাম লেখালেও এখনই মাঠে নামতে পারছেন না বাট ও আসিফ।



এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাট সম্প্রতি পিসিবি’র দুর্নীতি দমন অফিসিয়াল ও আইনি উপদেষ্টাদের কাছে তিনজনের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

তিন ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে আবারো খেলার ইচ্ছা প্রকাশ করেন। ২ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে চান বাটরা।

এ ব্যাপারে পিসিবি’র এক কর্মকর্তা বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট খেলার ব্যাপারে সালমান বাট পিসিবি’র কাছে অনুরোধ জানিয়েছে। ’

এর ‍আগে গত বুধবার (২৬ আগস্ট) পিসিবি বাট, আসিফ ও আমিরের জন্য বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছে। বোর্ড জানায় তাদের তিনজনকে মূল ধারার ক্রিকেটে আবারো ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন বাট, আসিফ ও আমির। পরে তাদের পাঁচ বছর করে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।