ঢাকা: দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ছুটি কাটাতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখান থেকে ফিরেছেন গত বুধবার (২৬ আগস্ট)।
অনুশীলন ক্যাম্পে যোগ দিলেও এখনো ব্যাটিং-বোলিং শুরু করেননি সাকিব। রোববার জিমে ফিটনেস নিয়ে কাজ করেন তিনি। এরপর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে ফুটবল খেলে সময় কাটিয়েছেন তিনি।
জাতীয় দল ও এর বাইরে থাকা শীর্ষ ক্রিকেটারদের নিয়ে গত ২২ আগস্ট শুরু হয় এক মাসের কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি প্রয়োজন অনুসারে ব্যাটিং-বোলিংও করেছেন টাইগাররা।
মিরপুর আউটার গ্রাউন্ডের নেটে রোববার দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার।
একাডেমি মাঠের নেটে ব্যাটিং করেছেন ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন। এ দু’জনকে বল ছুঁড়েছেন ক্যাম্পে থাকা ছয় পেস বোলার। এরা হলেন- তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, মোহাম্মদ শহীদ ও শফিউল ইসলাম।
আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে স্টিফেন স্মিথের দল। এ উপলক্ষে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের নেতৃত্বে অনুশীলন করছে টাইগাররা। আগামী ৭-৮ সেপ্টেম্বরের মধ্যে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার কথা।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৫
এসকে/এমআর