ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ছুটি কাটাতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখান থেকে ফিরেছেন গত বুধবার (২৬ আগস্ট)।

পর দিন (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকালেই ঘুরে গেছেন মিরপুরে। সেদিন অবশ্য অনুশীলন করেননি তিনি। তবে রোববার (৩০ আগস্ট) থেকে অনুশীলন শুরু করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

অনুশীলন ক্যাম্পে যোগ দিলেও এখনো ব্যাটিং-বোলিং শুরু করেননি সাকিব। রোববার জিমে ফিটনেস নিয়ে কাজ করেন তিনি। এরপর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে ফুটবল খেলে সময় কাটিয়েছেন তিনি।

জাতীয় দল ও এর বাইরে থাকা শীর্ষ ক্রিকেটারদের নিয়ে গত ২২ আগস্ট শুরু হয় এক মাসের কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি প্রয়োজন অনুসারে ব্যাটিং-বোলিংও করেছেন টাইগাররা।

মিরপুর আউটার গ্রাউন্ডের নেটে রোববার দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার।

একাডেমি মাঠের নেটে ব্যাটিং করেছেন ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন। এ দু’জনকে বল ছুঁড়েছেন ক্যাম্পে থাকা ছয় পেস বোলার। এরা হলেন- তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, মোহাম্মদ শহীদ ও শফিউল ইসলাম।

আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট  খেলবে  স্টিফেন স্মিথের দল। এ উপলক্ষে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের নেতৃত্বে অনুশীলন করছে টাইগাররা। আগামী ৭-৮ সেপ্টেম্বরের মধ্যে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার কথা।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।