ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অবশেষে মাঠে নামছেন বাট-আসিফ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
অবশেষে মাঠে নামছেন বাট-আসিফ! সালমান বাট ও মোহাম্মদ আসিফ / ছবি: সংগৃহীত

ঢাকা: এ সপ্তাহের মধ্যেই ক্রিকেটে ফিরতে পারেন পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্ত হওয়া সালমান বাট ও মোহাম্মদ আসিফ। তবে ঘরোয়া লিগে ফিরলেও পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে সংশয় রয়েছে এ দুই ক্রিকেটারের।

কারণ বয়স ও জনসমর্থন পিছিয়ে রাখবে তাদের।

আগামী বুধবার (২ সেপ্টেম্বর) নিষেধাজ্ঞা থেকে ফিরে আসা অন্য ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের সঙ্গে হয়তো বাট ও আসিফ মাঠে নামতে পারেন। আমিরের পাঁচ বছর নিষেধাজ্ঞা থাকলেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাকে ছয় মাস আগেই মুক্ত করে দেয়। আর বয়স কম হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার ব্যাপারে তিনি বেশি আশাবাদী।

ওপেনার হিসেবে ব্যাট করা বাটের বর্তমান বয়স ৩০। তার অধিনায়কত্বে পাকিস্তান অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয় পেয়েছিল।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে বাট বলেন, ‘আমার মন বলছে খুব দ্রুতই আমাকে মাঠে গিয়ে ব্যাট করতে হবে। ক্রিকেট মাঠই আমার মুক্তি। আর সেখানে গিয়ে আমি নিজেকে আবারো প্রমাণ করতে চাই। ’

চলতি বছরের ডিসেম্বরে ৩৩ এ পা দেবেন আসিফ। এর আগে আসিফ পাকিস্তান দলের হয়ে বিশ্ব কাঁপিয়েছিলেন। তার সুইংয়ে সে সময় ভীত ছিল বিশ্বসেরা ব্যাটসম্যানরা।

ক্রিকেটে ফিরতে মরিয়া আসিফ বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য দীর্ঘ সময়ের অপেক্ষা ছিল। আমি নেটে বোলিং শুরু করেছি। মূল ধারার ক্রিকেটে ফিরতে এখন সামনের দিকে তাকিয়ে আছি। ’

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন বাট, আসিফ ও আমির। পরে দোষ প্রমাণ হলে আইসিসি তাদের পাঁচ বছর করে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।