ঢাকা: আয়োজক হিসেবে বরাবরই সফল বাংলাদেশ। বিশেষ করে ক্রিকেট ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে।
বাংলাদেশকে আরও একটি ক্রিকেট ইভেন্ট আয়োজনের সুযোগ করে দিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি)। তাদের উদ্যোগে আয়োজিত হচ্ছে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। যার স্বাগতিক দেশ বাংলাদেশ।
শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে পাঁচ জাতির টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হবে আগামী বুধবার (০২ সেপ্টেম্বর)। বিশ্বে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে এত বড় ক্রিকেট আসর। এই আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি এবং বিকেএসপি। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।
বুধবার ১০টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল ১১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড। টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি তিনটি দল হলো: ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। কেবল উদ্বোধনী ম্যাচটিই হবে মিরপুরে। ফাইনালসহ বাকি ম্যাচগুলো গড়াবে বিকেএসপির মাঠে।
টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিও প্রায় সম্পন্ন করে ফেলেছে আয়োজক ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি)। ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ডের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। বাকি তিনটি দলের রাতে ঢাকায় পৌঁছানোর কথা। রাজধানীর বিভিন্ন মোড়ে বিলবোর্ডে দেখা যাচ্ছে টুর্নামেন্টের প্রচারণা। দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে পোস্টার। উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের জন্য শের-ই-বাংলা স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন, সাইড স্ক্রিন প্রস্তুত করা হচ্ছে। চলছে মাঠের পরিচর্যা।
টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। বিকেএসপিতে চলছে ১৫ সদস্যের দলের নিবিড় অনুশীলন। অধিনায়কের নাম অবশ্য এখনো ঘোষণা করা হয়নি। স্বাগতিক দলের কোচের দায়িত্ব পালন করছেন মাসুদ হাসান। টিম ম্যানেজম্যান্ট ও দলের ক্রিকেটাররা ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৫
এসকে/এমআর