ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন বেইলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন বেইলি ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জর্জ বেইলি, এমন খবর উড়িয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে এমনটি জানানো হয়।

গত এক বছর ধরে অজিদের সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বেইলি খেলেননি। তবে ২০১৬ টি-২০ বিশ্বকাপে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান।

অ্যাশেজ সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-২০তে সুস্থ থাকলেও মাঠের বাইরে ছিলেন বেইলি। যেখানে অজিরা ৫ রানে হারে। ম্যাচের পর ফক্স স্পোর্টস জানায়, টি-২০ থেকে অবসরে যাচ্ছেন বেইলি।

বেইলি সর্বশেষ বাংলাদেশে ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দিয়েছিলেন। সেবার দলটি গ্রুপপর্ব পার হয়েছিল। তবে এরপর থেকেই এই ফরম্যাটে অনিয়মিত হওয়ায় গুঞ্জন ওঠে অবসরে যাচ্ছেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেইলি নির্বাচক ও ম্যানেজমেন্টের সঙ্গে তার টি-২০ ভবিষ্যত সম্পর্কে কথা বলেছেন। সে আগামীতে দলের সকল টি-২০ ও ভারতে ২০১৬ বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায়। ’

এদিকে ইংলিশদের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্কোয়াডে রয়েছেন বেইলি এবং প্রতিটি ম্যাচেই খেলার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।