ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মুমিনুল-তাসকিনদের ধাওয়ানের হুমকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
মুমিনুল-তাসকিনদের ধাওয়ানের হুমকি ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ানডে আর টেস্টে ভারতের তারকা ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ব্যাটিং গড় ৪৪.৪১ এবং ৪৪.৫৩। এ দুই ফরমেটের ক্রিকেটে তার শতকের সংখ্যা ১২টি।

গত আট মাসের খেলায় নিজেকে আরও পরিণত ব্যাটসম্যান হিসেবে দাবী করেছেন ভারতের এ বাঁহাতি ওপেনার।

ভারত সফরে যাওয়া মুমিনুল বাহিনীর বিপক্ষে ভারতের ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন ধাওয়ান। আর তার আগেই নাসির-সাব্বির-সৌম্য-লিটন-তাসকিনদের একরকম হুঙ্কার দিয়ে রাখলেন টিম ইন্ডিয়ার ওপেনার।

চোটের কারণে শ্রীলঙ্কা সফরের মাঝপথে দেশে ফিরতে হয়েছিল ধাওয়ানকে। কিন্তু আসন্ন সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফের মাঠে নামতে প্রস্তুত তিনি। শেষ দু’টি টেস্টে টানা দু’টি সেঞ্চুরি করেছেন ধাওয়ান। ফর্মের তুঙ্গেই রয়েছেন টিম ইন্ডিয়ার এ ওপেনার।

২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে ধাওয়ানের অভিষেক ঘটে। ওয়ানেডেতে তারও আগে ২০১০ সালে অজিদের বিপক্ষেই অভিষিক্ত হন তিনি। টিম ইন্ডিয়ার হয়ে খেলেছেন ১৫টি টেস্ট আর ৬৪টি ওয়ানডে।

নিজের ব্যাটিং প্রসঙ্গে ধাওয়ান বলেন, ‘অবশ্যই গত দু’বছরে আমার খেলার অনেক উন্নতি হয়েছে। তবে, গত সাত-আট মাস থেকে আমার ব্যাটিং আরও পরিণত হয়েছে বলে আমি মনে করি। বলা চলে গত বিশ্বকাপ থেকে আমি অনেক পরিণত ব্যাটসম্যান। ’ কারণ হিসেবে তিনি উল্লেখ করে বলেন, বিশ্বমঞ্চে আমি টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরারদের মধ্যে ছিলাম।

৪১২ রান করে ধাওয়ান টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে পঞ্চম স্থানে থাকেন।

বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসে একমাত্র টেস্টে সেঞ্চুরির করেন ধাওয়ান। এরপর শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম টেস্টে শতক হাঁকান তিনি। তবে, ইনজুরিতে পড়ে দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরতে হয় তাকে।

অক্টোবরে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ধাওয়ান। তিনদিনের ম্যাচে ভারত ‘এ’ দলকে নেতৃত্বে দেবেন তিনি।

ভারত সফরে তিনটি ওয়ানডে ও দুইটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সূচি অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর শুরু হবে প্রথম তিনদিনের ম্যাচ, প্রতিপক্ষ কর্ণাটক। ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচটি মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।