ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটার-ফুটবলার মেয়ারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
ক্রিকেটার-ফুটবলার মেয়ারের মৃত্যু ছবি : সংগৃহীত

ঢাকা: চলে গেলেন ইংলিশ কাউন্টি ক্লাব গ্লুচেস্টারশায়ারের সাবেক উইকেটরক্ষক ব্যারি মেয়ার। আন্তর্জাতিক ক্রিকেটের আম্পায়ার হিসেবে তিনি ছিলেন পরিচিত মুখ।

ক্রিকেটের পাশাপাশি তিনি একজন ফুটবলার ছিলেন।

ডারবানে মেয়ার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মেয়ার ক্রিকেটের আম্পায়ার থাকার পাশাপাশি একজন পেশাদারী ফুটবলার ছিলেন।

২৬টি টেস্ট আর ২৩টি ওয়ানডেতে দায়িত্ব পালন করা মেয়ার ১৯৭৯ এবং ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালন করেছিলেন। ক্রিকেট ক্যারিয়ারে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেললেও দেশটির হয়ে তিনি ৪০৬টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৪৪টি লিস্ট এ’র ম্যাচ খেলেন। মেয়ারের ক্রিকেট ক্যারিয়ার তেমন সমৃদ্ধ না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তার রায়েছে ৫,৩৬৭ রান। উইকেটের পেছনে দাঁড়িয়ে ৭০৭টি ক্যাচ নেওয়ার পাশাপাশি তিনি ১১৯টি স্ট্যাম্পিং করেন।

১৯৮১ সালের অ্যাশেজ সিরিজে মেয়ার দায়িত্ব পালন করেন। ওয়ানডে আম্পায়ার হিসেবে ১৯৭৭ সালে অস্ট্রেলিয়া ম্যাচে তিনি ওল্ডট্রাফোর্ডে অভিষিক্ত হন, অজিদের টেস্ট ম্যাচের মধ্য দিয়ে ওভালে ১৯৯৩ সালে তিনি শেষ ম্যাচ পরিচালনা করেন।

ক্রিকেটার হিসেবে পরিচিত হলেও মেয়ার ছিলেন একজন ফুটবলার। ব্রিস্টল রোভারের হয়ে তিনি খেলেছেন ১৩৯টি লিগ ম্যাচ। যেখানে তার ৬০টি গোল রয়েছে। এছাড়া তিনি ব্রিস্টল সিটি, প্লেমাউথ, নিউপোর্ট আর হেয়ারফোর্ডের হয়েও ফুটবল খেলেন। ইংলিশ জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপে মেয়ার একটি গোলও করেন। সে ম্যাচে ম্যানইউকে ৪-০ গোলে হারায় মেয়ারের ব্রিস্টল রোভার।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।