ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার জন্য যুদ্ধ অপেক্ষা করছে: স্টুয়ার্ট ল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
অস্ট্রেলিয়ার জন্য যুদ্ধ অপেক্ষা করছে: স্টুয়ার্ট ল

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ১৬ সপ্তাহের চুক্তির প্রথম চার সপ্তাহ শেষের পথে স্টুয়ার্ট ল’র। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফিরে যাবেন নিজ দেশ অস্ট্রেলিয়ায়।

২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বড় কিছুর স্বপ্ন দেখেই তাকে উড়িয়ে আনে বিসিবি।

জুনিয়র টাইগারদের টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই হেড কোচ।

বাংলাদেশ জাতীয় দলের আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে টাইগারদের সাবেক এই কোচ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ যেমন খেলেছে, তারা যদি তার কাছাকাছিও খেলে থাকে, তবে অস্ট্রেলিয়ার জন্য সত্যিকারের এক যুদ্ধ অপেক্ষা করছে। অস্ট্রেলিয়া পুনরায় তৈরি হওয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তাদের দলের বর্তমান চেহারাটা নতুন। ’

অস্ট্রেলিয়া দলকে সতর্কবার্তা দিয়ে স্টুয়ার্ট বলেন, ‘সম্প্রতি তারা (অস্ট্রেলিয়া) যে অভিজ্ঞ খেলোয়াড়দের হারিয়েছে, তাদের অভাব পূরণ করা বিশাল ব্যাপার। তবে যারা বাংলাদেশে আসছে, তারা দলের জন্য ক্রিকেট খেলতে চায়। এখানে প্রচুর গরম পড়বে, বল টার্ন করবে। তাদের জন্য অনেক বাধা আছে, যা অতিক্রম করতে হবে। যারা ভাবছে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে এবং স্বাগতিকদের হারিয়ে চলে যাবে, তাদের ভাবনার মতো সব কিছু সহজ হবে না। বাংলাদেশও লড়াইয়ের জন্য প্রস্তুত। ’

প্রথম ধাপে চার সপ্তাহ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছেন স্টুয়ার্ট ল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হয় অনুশীলন ক্যাম্পটি। টাইগার যুবাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘খুলনায় ট্রেনিংটা ভালোই হয়েছে। আমরা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। অল্প সময়ের মধ্যে ছেলেদের খুব বেশি ক্রিকেট খেলতে হয়েছে। ’

এ সময় তিনি আরও যোগ করেন, ‘ধীরে হলেও নিজের উন্নতি নিয়ে সবাই চেষ্টা করেছে। খেলোয়াড়রা নিজেদের ভুলগুলো শুধরানোর জন্য পরিশ্রম করেছে। আমাকে বলা হচ্ছে টেকনিক্যাল অ্যাডভাইজার। আমি কোচ ও খেলোয়াড়; উভয় পক্ষকেই সহায়তা করছি। আমার কাছে মনে হয়, আমার কাজ হলো সমন্বয় সাধন করা। এটাই আমি করতে চাই। আমি তাদেরকে আমার পরামর্শ দিয়েছি এবং তাদের পরামর্শও নিয়েছি। আমার কাজ হলো ভালো ক্রিকেটটা নিশ্চিত করা। তাদেরকে আমি আমার সেরা জ্ঞানটা দিতে চাই। ’
 
টাইগার যুবাদের দক্ষতা নিয়ে তিনি বলেন, ‘আমি এখানে চার সপ্তাহ থাকলাম, চার মাস নয়। উপমহাদেশের ক্রিকেটের একটা বিপদ সংকেত হলো রানিং বিটুইন দ্য উইকেটের পরিস্থিতি। নানারকম দ্বিধার কারণে তা তৈরি হয়। অস্ট্রেলিয়াতে আমরা রানিং বিটুইন দ্য উইকেটের জন্য গর্ব করি। এটা ভালো হলে ম্যাচ জেতা যায়। আমরা ছেলেদের মনোজাগতিক ব্যাপারগুলো বুঝতে চাই। অর্থাৎ মাঠে কিভাবে পরস্পরের মধ্যে ভালো যোগাযোগ তৈরি করা যায়, আমরা তা নিয়ে ভাবছি। এটা শুধুমাত্র পার্টনারের সাথে কথা বলার ব্যাপার নয়; বরং নির্দিষ্ট পরিকল্পনা ধরে এগোনো। ’

স্টুয়ার্ট ল’র ১৬ সপ্তাহের চুক্তির দ্বিতীয় ধাপ শুরু হবে আগামী ২৬ অক্টোবর থেকে। ২০ নভেম্বর শেষ হবে দ্বিতীয় মেয়াদের চার সপ্তাহ। তৃতীয় দফায় জানুয়ারির ৪ তারিখ থেকে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত (৮ সপ্তাহ) মেহেদি হাসান মিরাজের দলের সঙ্গে থাকবেন এ অস্ট্রেলিয়ান কোচ। আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে বাংলাদেশের মাটিতে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।