ঢাকা: পাকিস্তানের পেস তারকা মোহাম্মদ ইরফানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। গাদ্দাফি স্টেডিয়ামে চারদিনের চলমান ম্যাচে তিনি বল টেম্পারিং করেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়।
স্টেট ব্যাংক অব পাকিস্তান দলের হয়ে খেলার সময় ইরফান বল টেম্পারিং করেন। খান রিসার্চ ল্যাবরেটরির বিপক্ষে কায়েদ-ই-আজম ট্রফির কোয়ালিফাইং রাউন্ডে এ ঘটনা ঘটান তিনি।
ইরফানের বিরুদ্ধে এমন অভিযোগের রিপোর্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) পাঠিয়ে দেওয়া হয়েছে। পিসিবি’র ম্যাচ রেফারি আজিজ-উর-রহমান চারদিনের চলমান ম্যাচটি শেষে ইরফানের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
এদিকে স্টেট ব্যাংক দলের ম্যানেজার জহিরুল হাসান বলেছেন, ইরফান বল টেম্পারিংয়ের কোন চেষ্টা করেননি। তিনি এমন কোন কাজের সাথে জড়িতও নন। তারপরও আমরা ম্যাচ রেফারির রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছি।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৫
এমআর