ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো বিতর্কে আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো বিতর্কে আমির ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের ঘরোয়া লিগে আবারো বিতর্কের জন্ম দিলেন ফাস্ট বোলার মোহাম্মদ আমির। পিআইএ ও সুই সাউর্দান গ্যাসের মধ্যকার ম্যাচ চলাকালে সাবেক টেস্ট ব্যাটসম্যান ফয়সাল ইকবালের সঙ্গে ‘স্লেজিং’য়ে জড়িয়ে পড়েন এ বাঁহাতি বোলার।



কয়েদ-ই-আজম ট্রফির এ খেলায় ম্যাচ রেফারি আমির ও ফয়সালকে জরিমানা করেন।

এ ঘটনা সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ‘ম্যাচে আমির বিপক্ষ দলের ব্যাটসম্যান ফয়সাল ও পিআইএ দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে স্লেজিংয়ে জড়িয়ে পড়েন। ঘটনার এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয় তাদের মাঝে। ’

সূত্রটি আরও জানায়, আমির এক পর্যায়ে ফয়সালকে চাচা (জাভেদ মিঁয়াদাদ) নির্ভর না হওয়ারও পরামর্শ দেন। পাশাপাশি নিজের পথে ক্রিকেট খেলার উপদেশ দেন।

এর আগে আমির ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে ‘স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। পরে আইসিসি কর্তৃক তাদের পাঁচ বছর ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হয়। সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেটে ফেরেন এ ত্রয়ী পাকিস্তানি।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।