ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় টিম ম্যানেজারের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
ভারতীয় টিম ম্যানেজারের জরিমানা ভারতীয় টিম ম্যানেজার বিনোদ পাদকে/ছবি : সংগৃহীত

ঢাকা: আম্পায়ারের সিদ্ধান্তকে কেন্দ্র করে অসঙ্গত মন্তব্য করায় ভারতের টিম ম্যানেজার বিনোদ পাদকের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।



রোববার (১১ অক্টোবর) কানপুরে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে পাঁচ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। সে ম্যাচে মরনে মরকেলের বলে এলডব্লিউর ফাঁদে পড়েন ওপেনার শিখর ধাওয়ান (২৩)। পরবর্তীতে স্বদেশী আম্পায়ার ভিনেত কুলকার্নির আউটের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে অভিযোগ দাঁড় করান বিনোদ পাদকে। এর জের ধরেই তাকে জরিমানার আওতায় আনা হয়েছে।

গতকাল (বুধবার) ইন্ডোরে দ্বিতীয় ওয়ানডে শেষে আনুষ্ঠানিক শুনানি ‍অনুষ্ঠিত হয়। সেখানেই ভারতের টিম ম্যানেজারের ওপর ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা আরোপ করেন ইংলিশ ম্যাচ রেফারি ক্রিস ব্রড। উল্লেখ্য, ২২ রানের জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে টিম ইন্ডিয়া।

আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.১.৩ লঙ্ঘন করেন বিনোদ। এর আগে দু’দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও কুলকার্নির আম্পায়ারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভারতীয় টিম ম্যানেজার।

এদিকে, ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোতো অার মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন না কুলকার্নি। তবে ২৫ অক্টোবর মুম্বাইয়ে অনুষ্ঠেয় পঞ্চম ও শেষ ওডিআইতে তিনি থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন থাকবেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।