ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

চালকের আসনে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
চালকের আসনে লঙ্কানরা ছবি : সংগৃহীত

ঢাকা: গল টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে ৪১৮ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে দুই উইকেটে ৬৬ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামবে ক্যারিবীয়রা।

লঙ্কানদের হয়ে দিমুথ করুণারাত্নে ও দিনেশ চান্দিমালের শতকের পর বল হাতে সফরকারীদের দু’টি উইকেটই তুলে নেন রঙ্গনা হেরাথ। তাই ম্যাচের নিয়ন্ত্রণটা এখন পর্যন্ত স্বাগতিকদের হাতেই।

স্কোর: শ্রীলঙ্কা – ৪৮৪
ও. ইন্ডিজ – ৬৬/২

আগের দিনের করা দুই উইকেটে ২৫০ রান নিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামেন করুণারাত্নে (১৮৬) ও চান্দিমাল (১৫১)। প্রথম দিনই শতক পূরণ করেন ওপেনার করুণারাত্নে। তার পথ ধরে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন চান্দিমাল। দলীয় ৩৩৯ রানে এ দু’জনের ২৩৮ রানের জুটি ভাঙে। দুই রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। শেষ পর্যন্ত ১৫২.৩ ওভারে ৪৮৪ রানে লঙ্কানদের ইনিংস থামে।

ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট দখল করেন লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। জেরম টেইলর নেন দুই উইকেট। কেমার রোচ, জেসন হোল্ডার, শ্যানন গ্যাব্রিয়েল ও মারলন স্যামুয়েলস একটি করে উইকেট লাভ করেন।

পরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে হেরাথের স্পিন ঘূর্ণিতেই বিপাকে পড়ে ও. ইন্ডিজ। দলীয় ৪৯ রানের মধ্যেই দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট (১৯) ও শাই হোপের (২৩) উইকেট হারিয়ে চাপের মুখে ক্যারিবীয়রা। ড্যারেন ব্রাভো (১৫) ও স্যামুয়েলস ব্যক্তিগত দুই রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।