ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কুকের শতকে লড়ছে ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
কুকের শতকে লড়ছে ইংলিশরা ছবি : সংগৃহীত

ঢাকা: আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের রানের পাহাড়ের নিচে চাপা পড়েনি ইংল্যান্ড। সদ্যই অ্যাশেজ জয়ী ইংলিশরা নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৫২৩ রানের জবাবে দারুণ ব্যাট করে চলেছে।

তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৯০ রান।

এর আগে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ৫৩২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ৮ উইকেট হারিয়ে মিসবাহ বাহিনী ইনিংস ঘোষণা করে। প্রথম দুইদিন পাকিস্তানি ব্যাটসম্যানদের দাপট দেখলেও তৃতীয় দিন আবুধাবির দর্শকরা দেখেছে ইংলিশ ব্যাটসম্যানদের দাপট।

তৃতীয় দিন শেষে
পাকিস্তান: ৫২৩/৮ (ডিক্লেয়ার্ড)
ইংল্যান্ড: ২৯০/৩

আগের দিনের বিনা উইকেটে ৫৬ রানের সঙ্গে তৃতীয় দিন মাত্র তিনটি উইকেট হারিয়ে অ্যালিস্টার কুকের দল স্কোরবোর্ডে যোগ করে আরও ২৩৪ রান। তৃতীয় দিন শেষে এখনও পাকিস্তানের থেকে ২৩৩ রান পিছিয়ে রয়েছে হাতে ৭ উইকেট থাকা ইংলিশরা।

দলকে ভালো অবস্থানে রাখতে ব্যাটিং অর্ডারকে সামনে থেকে নেতৃত্ব দেন ইংলিশদের দলপতি অ্যালিস্টার কুক। ১৬৮ রানে অপরাজিত রয়েছেন তিনি। ৩২৯ বল মোকাবেলা করে কুক ১৫টি চার হাঁকিয়েছেন। ওপেনিং জুটিতে কুক এবং মঈন আলি তোলেন ১১৬ রান। মঈন ব্যক্তিগত ৩৫ রানে ইমরান খানের বলে বিদায় নেন।

দ্বিতীয় উইকেট জুটিতে স্কোরবোর্ডে আরও ১৬৫ রান যোগ করেন কুক এবং ইয়ান বেল। ওয়াহাব রিয়াজের বলে মোহাম্মদ হাফিজের তালুবন্দি হওয়ার আগে বেল খেলেন ৬৩ রানের ইনিংস। মার্ক উড চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়াহ রিয়াজের বলে বোল্ড হওয়ার আগে করেন মাত্র ৪ রান। জো রুট দিন শেষে ৩ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে পাকিস্তানের হয়ে মহাকাব্যিক ইনিংস খেলেছেন শোয়েব মালিক। প্রায় ৫ বছর পর জাতীয় দলের হয়ে সাদা পোশাকে খেলতে নেমে ডানহাতি এ ব্যাটসম্যান খেলেন ২৪৫ রানের ইনিংস। তার ৪২০ বলে সাজানো ইনিংসে ছিল ২৪টি চার আর ৪টি ছক্কা। এছাড়া আসাদ শফিক ১০৭ রান করেন। মাত্র দুই রানের জন্য শতক বঞ্চিত হন ওপেনার মোহাম্মদ হাফিজ।

ইংলিশদের হয়ে বেন স্টোকস চারটি উইকেট তুলে নেন। দুটি উইকেট পান জেমস অ্যান্ডারসন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।