ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় মেয়াদে টিম ইন্ডিয়ায় কার্স্টেন!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
দ্বিতীয় মেয়াদে টিম ইন্ডিয়ায় কার্স্টেন! ছবি: সংগৃহীত

ঢাকা: টিম ইন্ডিয়ার কোচের পদে আরেকবার দেখা যেতে পারে গ্যারি কার্স্টেনকে। ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো এ কোচকে দেশটির ক্রিকেট বোর্ড থেকে প্রস্তাব করা হয়েছে।

তবে, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি কার্স্টেন।

এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় কোচের দায়িত্ব সামলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার কার্স্টেন। বিশ্বকাপ জেতার পর টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে অব্যাহতি নেন তিনি। এ প্রোটিয়ার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করেন ডানকান ফ্লেচার। দায়িত্ব নিয়ে ভারতীয় দলকে তেমন কোনো সাফল্য এনে দিতে ব্যর্থ হন ফ্লেচার।

২০১৫ বিশ্বকাপের পর ফ্লেচারের সঙ্গে নতুন করে কোনো চুক্তি করেনি বিসিসিআই। তার পরিবর্তে দলের হাল ধরেন রবি শাস্ত্রী। তবে, শাস্ত্রীকে কোচ না করে দেশটির ক্রিকেট বোর্ড তাকে দলের ডিরেক্টরের দায়িত্ব দেন। কোচ ছাড়াই এতোদিন চালিয়ে নেওয়া টিম ইন্ডিয়া এবার চাচ্ছে প্রধান একজন কোচকে। আর তাতে কার্স্টেনকেই চায় বিসিসিআই।

ভারতের দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পর দক্ষিণ আফ্রিকার কোচের পদে যোগ দেন কার্স্টেন। তবে, পরিবারকে সময় দেবার জন্য প্রোটিয়াদের দায়িত্ব ছেড়ে দেন। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ডেয়ারডেভিলসের কোচের চাকরি নেন কার্স্টেন।

২০১৬ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কার্স্টেনকে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে দেখা যেতে পারে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটের আসন্ন বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলাবেন শাস্ত্রী।

বিসিসিআই প্রস্তাব করে ফোন করেছে বলে নিশ্চিত করেছেন কার্স্টেন। তবে, এখনও ভারতীয় বোর্ডকে নিজের কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।