ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অবসরে যাচ্ছেন শেওয়াগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
অবসরে যাচ্ছেন শেওয়াগ ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন ভারতীয় ব্যাটসম্যান বিরেন্দর শেওয়াগ। দুবাইয়ে আসন্ন মার্স্টাস চ্যাম্পিয়নস লিগ (এমসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।



২০১৬ সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া এমসিএলে, যে ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন তাদের অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে হবে। তাই এ টুর্নামেন্টে অংশ নিতে এমন সিদ্ধান্তে যাচ্ছেন দিল্লির ডানহাতি এ ব্যাটসম্যান।

দুবাইয়ে এমসিএলের পর্দা উন্মোচনের অনুষ্ঠানে শেওয়াগ বলেন, ‘আমি এ টুর্নামেন্ট খেলবো। আর দ্রুতই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেব। দেশে ফিরে আমি আনুষ্ঠানিক ভাবেই অবসরের ব্যাপারটি জানাবো। ’

আগামী বছর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে সাবেক তারকা ক্রিকেটাররা খেলবেন। তাদের মধ্যে রয়েছেন কুমার সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম, জ্যাক ক্যালিস ও মাহেলা জয়াবর্ধনের মতো তারকারা।

শেওয়াগ ভারত জাতীয় দলের হয়ে ১০৪টি টেস্ট, ২৫১টি ওয়ানডে ও ১৯টি টি-২০ খেলেছেন। যেখানে সব ফরম্যাট মিলিয়ে তার দখলে রয়েছে ১৭ হাজার রান ও ১৩৬টি উইকেট। টেস্টে শেওয়াগ একমাত্র ভারতীয় হিসেবে দুটি ত্রিপল সেঞ্চুরির মালিক। সে সঙ্গে তার দখলে রয়েছে ২৩টি সেঞ্চুরি। ৫০ ওভারের ক্রিকেটে তার একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ২০ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।