ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

পুরুষদের ম্যাচে খেলবেন নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
পুরুষদের ম্যাচে খেলবেন নারী ক্রিকেটার সারা টেলর

ঢাকা: ক্রিকেট বিশ্বে অনন্য এক ইতিহাস গড়তে চলেছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের তারকা সারা টেলর। ইংলিশদের ২৬ বছর বয়সী উইকেটরক্ষক এ ব্যাটার প্রথম নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ায় পুরুষদের দুই দিনের গ্রেড ‘এ’ ম্যাচ খেলতে যাচ্ছেন।



নর্দান ডিস্ট্রিক্টের হয়ে পোর্ট অ্যাডিলেডের বিপক্ষে খেলবেন টেলর।

১৮৯৭ সালে শুরু হওয়া পুরুষদের এই টুর্নামেন্টে খেলতে পারার প্রসঙ্গে টেলর জানান, ‘এমন সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। তবে, স্নায়ুচাপেও ভুগছি আমি। কারণ, অস্ট্রেলিয়ার এ স্তরে খেলার জন্য অভিজ্ঞতা দরকার। আমি আমার সেরাটা দিয়েই তাদের সঙ্গে খেলার চেষ্টা করে যাব। ’

পুরুষদের সঙ্গে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে টেলরের। তিনি জানান, ‘আমি ব্রিজটন কলেজে ছেলেদের ক্রিকেটে খেলে বড় হয়েছি। সম্প্রতি ইসিবির (ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) পুরুষদের প্রিমিয়ার লিগে খেলেছি। ’

লন্ডনে জন্ম নেওয়া টেলর ইংলিশদের হয়ে আটটি টেস্ট ম্যাচ খেলেছেন। মেয়েদের ওয়ানডে ৠাংকিংয়ে বর্তমানে দুই নম্বরে থাকা এ ব্যাটার ইংল্যান্ডের হয়ে ৯৮টি ওয়ানডে আর ৭৩টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।