ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএল থেকে ভবিষ্যতের সাকিব, তামিম, মাশরাফি

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
বিপিএল থেকে ভবিষ্যতের সাকিব, তামিম, মাশরাফি ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: বিপিএল থেকেই ভবিষ্যতের সাকিব, তামিম ও মাশরাফির মতো বিশ্বসেরা ক্রিকেটার বেরিয়ে আসবে, বলে আশা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার বাই চয়েজের আগে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।



বিপিএলের প্রতিটি দল যেন সমান শক্তিশালী হয় সেজন্য এবারের আসর প্লেয়ার বাই চয়েজের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিসিবি সভাপতি। পাশাপাশি ক্রিকেটের উন্নয়নে বিপিএলে অংশ নেয়ায় ফ্রাঞ্চাইজিদের ধন্যবাদ জানান।
 
বাংলাদেশ সময় ১১৩৩ ঘন্টা, ২২ অক্টো্বর ২০১৫
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।