ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কলকাতার হেড কোচ ক্যালিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
কলকাতার হেড কোচ ক্যালিস ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগামী মৌসুমের জন্য জ্যাক ক্যালিসকে হেড কোচের দায়িত্ব দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আগের কোচ ট্রেভর বেইলিস গত জুনে ইংল্যান্ড জাতীয় দলের কোচ হওয়ায় এ দায়িত্ব পেলেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্যালিস।



এর আগে ২০১১ সাল থেকে কলকাতার ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন ক্যালিস। তবে ২০১৫ সালে দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পান তিনি।

ক্যালিস বলেন, ‘কলকাতা আমার পরিবারের মতো। ২০১১ সাল থেকে আমি এখানে কাজ করে দারুণ উপভোগ করছি। এখন আমি দলের নতুন এ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আর এ পরিবারের বড় একটি দায়িত্ব দেওয়ায় আমি নিজেকে গর্বিত মনে করছি। ’

এ প্রসঙ্গে কেকেআরের প্রধান নির্বাহি ভিনকে মায়সোর বলেন, ‘ক্যালিসকে মূল কোচ হিসেবে পাওয়ায় আমরা ধন্য। তিনি দলের সকলের সঙ্গে দারুণ ভাবে মিশে যেতে পারেন। আর এ পদের জন্য তিনিই যোগ্য ব্যক্তি। ’

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।