ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অসম্ভবকে সম্ভব করতে চান মাশরাফি, অনন্ত জলিল!

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
অসম্ভবকে সম্ভব করতে চান মাশরাফি, অনন্ত জলিল! ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: বাংলাদেশের পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর তৃতীয় আসরে যোগ হয়েছে নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বুধবার দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দলটির লোগো উন্মোচন করেন এর প্রধান উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।



এর পর একে একে মঞ্চে উঠে আসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং দেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় জুটি অনন্ত জলিল-বর্ষা। এবারের বিপিএল আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি । আর দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনন্ত-বর্ষা।

মঞ্চে উঠে অনন্ত জলিল বলেন, ‘আমরা মাঠে গিয়ে খেলতে পারবো না, কিন্তু সবাইকে উৎসাহ দিতে পারবো। আমাদের বিশ্বাস এবার কুমিল্লা টিম অনেক ভালো করবে। অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ হবে। ’

এর পর জলিল মাশরাফিসহ দলের অন্যান্য ক্রিকেটারদের মঞ্চে আসার অনুরোধ জানান। মাশরাফিসহ অন্যান্য খেলোয়াড়রা এ সময় মঞ্চে উঠে আসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটারদের প্রতি অনুরোধ জানিয়ে জলিল এ সময় বলেন, ‘আমরা এবার গলা ছেড়ে সবাই এক সঙ্গে বলবো ‘অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ’।

জলিলের কথা মতো মাশরাফিসহ অন্যরাও বলে ওঠেন, ‘অসম্ভবকে সম্ভবে পরিণত করার চেষ্টা করাই আমাদের কাজ। ’

কিন্তু অনন্ত জলিল আবার বলেন, ‘সম্ভবের চেষ্টা নয়, অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ। ’

এর পরে মাশরাফি বলেন, ‘ডেঙ্গু হয়েছিল তাই মনে হয় একটু কম সাহস পাচ্ছি। তবে এবার অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ হবে। কুমিল্লাকে যেন একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি। তবে শুধু কুমিল্লা নয় অন্যান্য দলগুলোও যেন ভালো করে। কারণ সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। এই বিপিএলটা খুবই কাজে দেবে। ’

তিনি আরও বলেন, ‘সবাই হয়তো পছন্দের খেলোয়াড় পায়নি তবুও আমরা সবাই ভালো করার চেষ্টা করবো। ’ এর পর সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন অভিনেতা অনন্ত জলিল।

‘ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান, আপনার এমন কোনো চিন্তা আছে কি?’ এমন প্রশ্নের জবাবে জলিল বলেন, ‘ছয়টা দল, ছয় জন কিনে নিয়ে নিয়েছে। তবে কামাল ভাই (পরিকল্পনা মন্ত্রী) যদি মনে করেন আমাকে পার্টনার বানাবে তাহলে দুই জন এটাকে এগিয়ে নেব। আর ক্রিকেট বোর্ড যদি মনে করে সামনে আরও দল বাড়াবে তাহলে আমি একটি দল কিনবো । আপনাদের সামনে এটা বলে গেলাম’।

এর পরে সাংবাদিকদের  সামনে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘ক্রিকেট আমার স্বপ্ন। ক্রিকেটকে আমি এগিয়ে নিতে চাই। আমার ভালো সময় ছিলো বিসিবিতে। এরপরে আইসিসিতে গেলাম। তবে আইসিসিতে ক্রিকেট নিয়ে বেশি কিছু করতে পারিনি। অবশ্য সেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। অন্যায়ের বিরুদ্ধে ছিলাম এবং সংগ্রাম করেছি। ’

তিনি বলেন, ‘যেখানে ক্রিকেট সেখানে আমি আছি। আজকে যা অর্জন করেছি ক্রিকেটের হাত ধরে। আমি ক্রিকেটকে যা দিয়েছি তার থেকে বেশি পেয়েছি। আমার পরিবার ক্রিকেটের জন্য কাজ করছে। দেশের জন্য কিছু করতে চাই। আমি শুধু কুমিল্লার জন্য নয় সারা দেশের ক্রিকেটের জন্য কাজ করবো। ’

‘আইসিসিতে আবার ফিরে যাবেন কি?’ এমন প্রশ্নের জবাবে সাবেক আইসিসি সভাপতি বলেন, ‘আমি আইসিসিতে যাব না। তবে ক্রিকেট নিয়ে কাজ করবো। আমি যা ছেড়ে আসছি সেখানে কেন যাবো। যেখানে প্রতিবাদ জানিয়ে ফিরে এসেছি সেখানে কোনো দিন যাব না। এক জন মানুষ খারাপ, তিনি হচ্ছেন শ্রীনি। তবে একজন মানুষ খারাপ বলে সবাইকে খারাপ বলা যাবে না। শ্রীনি ক্রিকেটের বিষফোঁড়া এর হাত থেকে ক্রিকেট বাঁচলে, ক্রিকেট বিজয়ী হবে। ’

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল বলেন, ক্রিকেটের মাধ্যমে কুমিল্লাকে বিশ্ব মানচিত্রে পরিচয় করিয়ে দিতে চাই।   সাবেক আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালের মেয়ে হয়ে গর্ববোধ করি। পরিবারের একজন হয়ে বাবার খ্যাতি ও সম্মান ধরে রাখতে চাই। বাবার হাতেই বিপিএল যাত্রা।

বিপিএল-এ আমাদের থাকতেই হবে। বিপিএল থেকে দূরে থাকা সম্ভব না। আর ক্রিকেট থেকেও দূরে থাকা সম্ভব না। ’

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এমআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।