ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মূল্য তালিকা না মেনেই খাবার বিক্রি

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
মূল্য তালিকা না মেনেই খাবার বিক্রি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: শের-ই-বাংলা স্টেডিয়ামে দর্শকদের কাছে বেশ পছন্দের জায়গা গ্র্যান্ড স্ট্যান্ড। দুই দলের ড্রেসিংরুম কাছে হওয়ায় এই জায়গার প্রতি দর্শকের আকর্ষণ সবচেয়ে বেশি।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে  কেবল গ্র্যান্ড স্টান্ডেই খাবারের অস্থায়ী দোকান বসেছে সাতটি। পর্যাপ্ত দোকান থাকলেও খাবারের দাম আকাশছোঁয়া।

মূল্য তালিকা না মেনেই বাড়তি দামে বিক্রি হচ্ছে চিকেল রোল, বার্গার, শর্মা, বিরিয়ানী, ফুচকা ,পিৎজা, পেপসিসহ হরেক রকমের খাবার। বেশী দাম ধরেই নির্ধারণ করা হয়েছে এসব খাবারের মূল্য তালিকা। তারচেয়েও বাড়তি দাম রাখায় দর্শকের ভোগান্তি চরমে। অনেক দর্শককেই দরদাম করার পর খাবার না কিনেই  গ্যালারির আসনে বসতে দেখা গেছে।

এমনিতে গ্যালারিতে ঢোকার সময় খাদ্যদ্রব্য তো বটেই, কোনো কিছুই সঙ্গে নেওয়ার সুযোগ নেই। বাধ্য হয়ে দর্শকদের কিনতে হয় গ্যালারির দোকানগুলোর খাবার। মূল্য তালিকা অনুযায়ী চিকেন বিরিয়ানির দাম ১৫০ টাকা। দেড়টা থেকে দুইটার মধ্যে দাম বেড়ে উঠলো ২০০ টাকায়।

খাবারের মূল্য নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপও চোখে পড়লো। বিসিবি’র নিরাপত্তা বাহিনীর একটি দল দোকানগুলোতে ঘুরে কড়া নির্দেশ দিয়েছেন। কোনোভাবেই যাতে মূল্য তালিকার চেয়ে বেশী দামে খাবার বিক্রি না হয়। খাবারের মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনাও দেওয়া হয়।

তবে বিসিবির নির্ধারিত দামের তালিকার সঙ্গে নিজেদের ঠিক করা দামের আলাদা একটি মূল্য তালিকা রয়েছে। আর নির্ধারিত খাবারের বাইরে যে সকল খাবার রয়েছে সেগুলোর ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন তারা।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।