ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজে অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
জিম্বাবুয়ে সিরিজে অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ে যুবাদের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে শনিবার (০৭ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।



মিরাজের সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হাসান শান্ত।

আগামী ১০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। ১২, ১৪ ও ১৬ নভেম্বর একই মাঠে সিরিজের বাকি তিনটি ম্যাচ হবে।
 
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হাসান শান্ত (সহ-অধিনায়ক), জয়রাজ শেখ ইমন, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জাকির হাসান (উইকেটরক্ষক), শফিউল হায়াত, সাঈদ সরকার, মেহেদী হাসান, মোহাম্মদ আব্দুল হালিম, সাইফ হাসান, শাওন গাজী, আরিফুল ইসলাম জনি, সঞ্জিত সাহা।
 
স্ট্যান্ড বাই: মোসাব্বেক হোসেন, রিফাত প্রধান, জাকির আলী ও মুনিম শাহরিয়ার।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।