ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয় সহজ হবে ভাবেননি মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
জয় সহজ হবে ভাবেননি মাশরাফি ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফতুল্লায় প্রস্তুতি ম্যাচের হারকে মেনে নিতে পারেননি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলে বোলিং অপশন না থাকায় বড় স্কোর করেও হারতে হয়েছিল ওই ম্যাচে।

তাই প্রথম ওয়ানডের আগে জিম্বাবুয়ে দলকে নিয়ে সতীর্থদের দিয়ে রেখেছিলেন সতর্কবার্তা। জানান দিয়েছিলেন সিরিজের প্রথম ম্যাচের গুরুত্ব।

প্রস্তুতি ম্যাচের হার নিয়ে দুশ্চিন্তা থাকলেও আত্মবিশ্বাস হারাননি মাশরাফি। জাতীয় দল বোলারে পরিপূর্ণ তা ভেবে সাহস রেখেছিলেন। নিজেও নিয়েছেন দুটি উইকেট। সিরিজের প্রথম ম্যাচে বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণে ১৪৫ রানের বিশাল জয় তুলে নেয় টাইগারর‍া। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারানো এতটা সহজ হবে তা অবশ্য ভাবেননি মাশরাফি।

ম্যাচ শেষে মাশরাফি বলেন, ওখানে (ফতুল্লায়) মনে হয়েছে বোলিং অপশন সেরাটা নাই। টিম কম্বিনেশনটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানতাম, জাতীয় দলের হয়ে যখন নামবো তখন আমার ৬-৭ জন বোলার ব্যবহার করতে পারবো। মুস্তাফিজ আছে টপ ফর্মে। আল আমিন আসছে। সাথে সাকিব আছে, আমি আছি, সানি আছে। ভেবেছিলাম যদি শুরুতেই সাফল্য পাই সহজ হবে। এতটা সহজ হবে ভাবিনি।   
 
সাকিবের ঘূর্ণিতেই কুপোকাত হয় জিম্বাবুইয়ানরা। মুশফিকের সেঞ্চুরিতে ২৭৩ রানের জবাবে ১২৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ক্যারিয়ারে প্রথমবারের তো পাঁচ উইকেট নেন সাকিব। তাই সাকিবের প্রশংসা করতেও ভোলেননি দলনেতা মাশরাফি।

‘সাকিব খুব ভালো বল করেছে। ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পেল। ক্যারিয়ারের শুরু থেকেই সাকিব দলের জন্য অবদান রেখে আসছে। ’ -বলেন টাইগার অধিনায়ক।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।