ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটনকে অভয় দিলেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
লিটনকে অভয় দিলেন মাশরাফি লিটন কুমার দাস

ঢাকা: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলে জাতীয় দলের ঠিকানা খুঁজে পান উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। ঘরোয়া ক্রিকেটে যতটা উজ্জ্বল তার ব্যাট, জাতীয় দলের হয়ে ততটা আলো এখনও ছড়াতে পারেননি মারকুটে এই ব্যাটসম্যান।



জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ওপেনিংয়ে নেমেছিলেন তামিম ইকবালের সঙ্গী হয়ে। শূন্য রানে ফিরতে হয় তাকে। তারপরও লিটনের ওপর আস্থা হারাচ্ছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। লিটনের প্রতিভা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই অধিনায়কের।

একটা বড় ইনিংস খেললেই স্বরূপে ফিরবেন এমন প্রত্যাশা মাশরাফির। পরের দুই ম্যাচেও লিটনকে সুযোগ দেওয়ার কথা জানিয়ে মাশরাফি বলেন, আমাদের মধ্যে একটা বাজে চিন্তা আছে, আমরা খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি দলে নেই, আবার তাড়াতাড়ি বাদে দিয়ে দেই। একটা খেলোয়াড়কে দলে নিলে যথেষ্ট সময় দিতে হবে। আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য সে (লিটন) উপযুক্ত ক্রিকেটার। আমার বিশ্বাস পরের ম্যাচেই লিটন কামব্যাক করবে। যদি নাও পারে ইনশাল্লাহ এর পরের ম্যাচে করবে।

লিটন অনেক বড় ক্রিকেটার হবে বলেও মন্তব্য করেন মাশরাফি। তিনি বলেন, লিটনের যে সক্ষমতা আছে, সে যদি আত্মবিশ্বাস ফিরে পায়, অনেক বড় স্কোর করতে পারবে। এখন হয়তো বড় রান না পাওয়ায় আত্মবিশ্বাস পাচ্ছে না।

‘একদিন লিটন বাংলাদেশ দলের অনেক বড় ক্রিকেটার হবে। ’- যোগ করেন মাশরাফি।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।