ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে তামিম-ইমরুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
ব্যাটিংয়ে তামিম-ইমরুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন।

টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নেমেছেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস।

প্রতিপক্ষ জিম্বাবুয়েকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৪৫ রানে হারিয়ে ১-০তে এগিয়ে থেকে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে টাইগাররা।

গত ওয়ানডেতে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই এ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে রোববার (৮ নভেম্বর) রাত ৯টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাকিব। সোমবার (০৯ নভেম্বর) নিউইয়র্ক সময় ভোর চারটায় উম্মে আহমেদ শিশিরের কোলে আসে সাকিবের প্রথম সন্তান। কন্যাসন্তানের বাবা হয়েছেন সাকিব।

জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে ৬৫ বার মুখোমুখি হয় বাংলাদেশ। টাইগাররা জিতেছে ৩৭ টি ম্যাচে আর জিম্বাবুয়ে ২৮ টি ম্যাচে। গত বছর এই জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে ৫-০তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস/সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও কামরুল ইসলাম রাব্বি/আল আমিন।
 
জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, লুক জঙ্গো, ওয়েলিংটন মাসাকাদজা/টিনাশে পানিয়াঙ্গারা।

** সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০৯ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।