ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ক্রিকেটের বিষফোঁড়া বিদায় হলো’

মফিজুল সাদিক,সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
‘ক্রিকেটের বিষফোঁড়া বিদায় হলো’ আ হ ম মুস্ত‍ফা কামাল ও শ্রীনিবাসন

ঢাকা: বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানো নারায়ণ স্বামী শ্রীনিবাসনকে উদ্দেশ্য করে সংস্থাটির সাবেক সভাপতি আ হ ম মুস্ত‍ফা কামাল বলেছেন, ‘আজকে ক্রিকেটের বিষফোঁড়া বিদায় হলো। ’

সোমবাব (০৯ নভেম্বর) বাংলানিউজের সঙ্গে আলাপকালে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।


 
‘শ্রীনির বিদায় ক্রিকেটের জন্য সুসংবাদ’ উল্লেখ করে আ হ ম মুস্তফা কামাল বলেন, শ্রীনিবাসনের পদত্যাগ ক্রিকেটের জন্য একটি সুসংবাদ। একা কারো জন্য নয়, বিশ্ব ক্রিকেটের জন্য সুসংবাদ। ’

তিনি বলেন, ‘সারা বিশ্বের মানুষ ক্রিকেট ভালোবাসেন। ক্রিকেট গৌরব ও মর্যাদার খেলা, এই খেলায় বিতর্কিত মানুষ থাকা উচিত নয়।

‘আমি যখন শ্রীনির বিরুদ্ধে ‍মুখ খুলেছিলাম তখন থেকে সারা পৃথিবীর মানুষ তাকে ঘৃণা করা শুরু করেছে,’ যোগ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
 
বিভিন্ন সময় এক তরফাভাবে বাজে সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে সমালোচনা সৃষ্টি করেন আইসিসি’র সদ্য সাবেক চেয়ারম্যান শ্রীনি।

আইসিসি’র গঠনতন্ত্র অনুযায়ী সংস্থাটির চেয়ারম্যানই বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গত বিশ্বকাপেও আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালের বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা।

কিন্তু একাই বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন।
 
বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, অস্ট্রেলিয়া টিমের হাতে ট্রফি দেওয়ার সময় আপনারা দেখেছেন গ্যালারির সমস্ত মানুষ তার (শ্রীনি) প্রতি ঘৃণা প্রকাশ ‍করেছেন।

‘ফাইনালে আমার ট্রফি দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি সব নিয়ম ভেঙে ট্রফি তুলে দিয়েছেন। এটা বিশ্ব ক্রিকেট প্রেমিরা ভালোভাবে নেয়নি। ’

তিনি বলেন, ‘শুধু বিশ্ব ক্রিকেট নয়, আইপিএল কেলেঙ্কারির সঙ্গেও জড়িত ছিলেন শ্রীনি। সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ’
 
এদিকে শ্রীনির পদে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
 
শশাঙ্ক মনোহরকে অভিনন্দন জানিয়ে সাবেক আইসিসি সভাপতি বলেন, ‘উনার সঙ্গে আমার বহুদিনের সুসম্পর্ক রয়েছে। আমি তাকে (শশাঙ্ক মনোহর) ব্যক্তিগতভাবে চিনি। আমার দৃঢ় বিশ্বাস তার গতিশীল নেতৃত্বে বিশ্ব ক্রিকেট আরও অনেক দূর এগিয়ে যাবে।

বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে শশাঙ্ক অনেক অবদান রাখবেন বলেও আশাবাদ করেন আ হ ম মুস্তফা কামাল।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এমআইএস/এমএ

** আইসিসির চেয়ারম্যান পদ ছাড়তে হলো শ্রীনিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।