ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীনির বিদায়ে স্বকীয়তা ফিরে পাবে ক্রিকেট

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
শ্রীনির বিদায়ে স্বকীয়তা ফিরে পাবে ক্রিকেট আ হ ম মুস্ত‍ফা কামাল ও শ্রীনিবাসন

ঢাকা: ভারতীয় ক্রিকেটের বোর্ডের সাবেক সভাপতি নারায়ণস্বামী শ্রীনিবাসনের অপসারণকে আইসিসির চেয়াম্যান পদ থেকে অপসারণ করায় বিশ্ব ক্রিকেট স্বকীয়তা ফিরে পাবে বলে মনে করেন বিসিবি আ হ ম মুস্তফা কামাল।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।



সফল ক্রীড়া এই সংগঠক আরও বলেন, এন শ্রীনিবাসন ছিলেন ক্রিকেটের বিশ্বায়নের প্রধান অন্তরায়। তাকে বহিষ্কারের ফলে ক্রিকেটের বিশ্বায়ন আবার শুরু হবে।

স্বচ্ছতা ফিরে আসবে ক্রিকেটে। বিশ্ব ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের অন্তরায়ও ছিলেন শ্রীনি। তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএলের বিরোধিতা করেছেন। শ্রীনি কখনও চাননি যে, বিপিএলের মতো জনপ্রিয় একটি ক্রিকেটের আসর বাংলাদেশে বসুক।

‘আইসিসির একনায়ক খ্যাত এন শ্রীনিবাসন ক্ষমতায় থাকাতেই ক্রিকেট বিশ্বে তিন মোড়লের আবির্ভাব ঘটে, আর তার বিদায়ের ফলে এই সমস্যা থেকেও ক্রিকেট মুক্তি পেল’- যোগ করতে ভুলেননি আইসিসির সাবেক সভাপতি কামাল।

শ্রীনিবাসনের অপসারণের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে দ্বি-মেরুকরণের অবসান হবে বলেও মনে করেন মুস্তফা কামাল।

তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট মূলত ভারত কেন্দ্রিক। ভারত বাংলাদেশের ক্রিকেটের জন্য আগেও কখনও ক্ষতিকারক ছিল না, ভবিষ্যতেও দেশটির ক্রিকেট প্রশাসক হিসেবে যারা আসবেন তারাও ক্ষতিকারক হবেন না।

সোমবার (০৯ নভেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় আইসিসির চেয়ারম্যান পদ থেকে শ্রীনিবাসনকে সরিয়ে বোর্ডের বর্তমান সভাপতি শশাঙ্ক মনোহরকে তার স্থলাভিষিক্ত করা সিদ্ধান্ত হয়।    
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এইচএল/এমজেএফ

** ‘ক্রিকেটের বিষফোঁড়া বিদায় হলো’
** আইসিসির চেয়ারম্যান পদ ছাড়তে হলো শ্রীনিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।