ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মতবিরোধের জেরে বিজয়ের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
মতবিরোধের জেরে বিজয়ের জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: আম্পায়ারের আউটের সিদ্ধান্তে অসঙ্গতি প্রকাশ করায় মুরালি বিজয়ের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেন-১ এর আটিক্যাল ২.১.৫ ভঙ্গ করায় শাস্তির আওতায় পড়েন বিজয়।

ভারতীয় ওপেনারের ওপর জরিমানা আরোপ করেন ম্যাচ রেফারি জেফ ক্রো।

শনিবার (০৫ ডিসেম্বর) দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চতুর্থ টেস্টের তৃতীয় দিনে এমন ঘটনা ঘটে। দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে মরনে মরকেলের করা শেষ বলে উইকেটরক্ষক ড্যান ভিলাসের তালুবন্দি হন বিজয়।

কিন্তু, আম্পায়ারের আউটের সিদ্ধান্তে তিনি অসঙ্গতি প্রকাশ করেন। এতেই বিপত্তি ঘটে। পরে মাঠের দায়িত্বে থাকা দুই আম্পায়ার কুমার ধর্মসেনা, ব্রুস অক্সেনফোর্ড ও থার্ড আম্পায়ার সিকে নন্দনের অভিযোগের ভিত্তিতে বিজয়ের ম্যাচ ফি’র ত্রিশ শতাংশ কর্তন করেন ম্যাচ রেফারি।

উল্লেখ্য, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।