ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতিতে সন্তুষ্টি, জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
প্রস্তুতিতে সন্তুষ্টি, জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াটওয়াশ দিয়ে শুরু। এরপর দু’টি প্রস্তুতি ম্যাচে বড় জয়।

বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালোই সেরে নিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এবার বিশ্বকাপেও জয়ের ধারা বজায় রাখতে চায় জুনিয়র টাইগাররা।

দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ থেকে প্রধান কোচ মিজানুর রহমান বাবুল কিংবা টেকনিক্যাল পরামর্শক স্টুয়ার্ট ল-সবাই প্রস্তুতি ম্যাচ নিয়ে দারুণ সন্তুষ্ট। তাদের মতে, প্রস্তুতি ম্যাচের এ জয় ছেলেদের বিশ্বকাপ জয়ের মানসিকতা তৈরি করে দিয়েছে।

মাত্রই ইংল্যান্ডকে হারিয়ে ড্রেসিংরুমে ফিরছেন। ওদিকে আইস বাথ নেওয়ার তাড়া। এমন সময় ধরা হলে দলীয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বাংলানিউজকে বলেন, ‘প্রস্তুতি অনেক ভালো হলো। আমরা সন্তুষ্ট। বিশ্বকাপেও জয়ের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ’

ম্যাচ শেষে গণমাধ্যমকে সংক্ষিপ্ত সাক্ষা‍ৎকার দেন টেকনিক্যাল পরামর্শক স্টুয়ার্ট ল। তিনি বলেন, ব্যাটসম্যানরা আরও একবার ভালো করলো। সঙ্গে বোলিংটাও ভালো হয়েছে। প্রস্তুতি ম্যাচ নিয়ে আমরা সন্তুষ্ট। এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজেও জিতেছে বাংলাদেশ। এভাবে খেললে বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব। ’

দু’টি প্রস্তুতি ম্যাচে জয় নিয়ে দারুণ উচ্ছ্বসিত অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে এরকম জয় দরকার ছিল। এর মাধ্যমে ছেলেদের মনে বিশ্বকাপে জেতার মেন্টালিটি তৈরি হয়েছে। ’

ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল গত ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসাইন শান্ত ও পেস বোলার আবদুল হালিমকে। তাদের পরিবর্তে খেলেছেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলি অনিক ও বাহাতি স্পিনার সালেহ আহমদ শাওন। দু’জনই সোমবার ভালো খেলেছেন। বিশেষ করে ডান দিকে শূন্যে লাফিয়ে অনিকের ধরা রায়ান ডেভিসের ক্যাচটা তো অ্যাডাম গিলক্রিস্টকে মনে করিয়ে দিল আরেকবার।

দলের এ পরিবর্তন সর্ম্পকে বলতে গিয়ে সাব্বির-এনামুলদের সাবেক এ কোচ বলেন, ‘যারা জিম্বাবুয়ে ম্যাচে খেলেনি তাদের দু’জন ইংল্যান্ডের সঙ্গে খেলল। তারা দুইজন মোটামোটি ভালোই খেলেছে। সবাইকে টাচে রাখার জন্য এ পরিবর্তন আনা হয়েছিল। এখন আমার ফুল টিম বিশ্বকাপের জন্য রেডি হলো। ’

উপরের দিকের ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব নিয়ে কপালে চিন্তার ভাঁজ দেখা গেল মিজানুর রহমানের। এ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এটা ঠিক উপরের দিকের ব্যাটসম্যানেরা ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচেও সাইফ আর পিনাক ভালো শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুইজনই ভালো বলে আউট হয়ে যায়। পর পর ম্যাচে খারাপ করার ফলে খেলোয়াড়দের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়ে যায়। বিশ্বকাপের আগে সেই চাপটা ওভারকাম করার চেষ্টা করছি। ’

তবে ছেলেদের ওপর অগাধ বিশ্বাস দলের প্রধান কোচের। বিশ্বাস রাখার যথেষ্ট যুক্তিও আছে। অনূর্ধ্ব ১৯ দলের এ কম্বিনেশনটাই দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে। মিজানুর রহমান বলেন, এ টিমটাই সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে। আমাদের ছেলেদের বয়সটা চিন্তা করতে হবে। ওরা মাত্রই রেডি হচ্ছে। তারা কিন্তু সাকিব, মুশফিক, মাশরাফির জীবনাচারণ, স্টাইল অনুসরণ করতে চায়। তাদের আরও একটু সময় দিতে হবে। তাদের ওপর আমার বিশ্বাস আছে। ’

বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দু’টি প্রস্তুতি ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। আর বিশ্বকাপের প্রথমদিনই একই মাঠে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠ, একই বাংলাদেশ দল। নিশ্চয় খেলার ফলাফলটাও একই রকমই চাইছে পুরো দেশবাসী।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১৬
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।