ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিটারসেনের বিশ্বকাপ স্বপ্ন শেষ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
পিটারসেনের বিশ্বকাপ স্বপ্ন শেষ! ছবি: সংগৃহীত

ঢাকা: সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে থেকে বিগ ব্যাশের এবারের আসর শেষ করেন কেভিন পিটারসেন। উজ্জ্বল পারফরম্যান্সে তার ইংল্যান্ড দলে ফেরার লক্ষ্যটাও আরেকটু দৃঢ় হয়।

তবে পিটারসেনের স্বপ্নে পানি ঢেলে দিলেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলে পিটারসেনের থাকার সম্ভাবনা এক বাক্যে উড়িয়ে দিয়েছেন মরগান। তবে টুইটারে এর প্রতিক্রিয়া দেখাতেও ভুল করেননি কেপি। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে পিটারসেন লেখেন, ‘ইন্টারেস্টিং, সে বলছে এটা তার কল (সিদ্ধান্ত)! খুবই ইন্টারেস্টিং! হুমমমম...!’ অর্থাৎ, মরগানের ইংলিশ দলের নির্বাচকসুলভ ভূমিকাটা একদমই সহ্য করেননি পিটারসেন।

‘দ্য ডেইলি মেইল’ এর সৌজন্যে মরগানের বিশেষ সাক্ষাৎকার নেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। সেখানে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোতে পিটারসেনের দারুণ ফর্মের বিষয়টি তুলে ধরা হয়।

এর মধ্যে বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসের হয়ে পিটারসেনের উজ্জ্বল পারফরম্যান্স অন্যতম। এতে ইংল্যান্ড দলে অবশ্যই কেপির ফেরা উচিৎ? নাকি তার জাতীয় দলের দরজাটা বন্ধ হয়ে গেছে? নাসের হুসেইনের এমন প্রশ্নে মরগানের ভাষ্য, ‘পিটারসেনের ইংল্যান্ড দলে ফেরার দরজাটা পুরোপুরিই বন্ধ হয়ে গেছে। তাকে স্কোয়াডে নেওয়া হবে না। ’

অবশ্য, এ বিষয়ে ইংলিশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। নির্বাচকরাও কোনো প্রতিক্রিয়া দেখাননি। মরগানের সঙ্গে তারা একমত হবেন কিনা সেটিই এখন দেখার বিষয়! এর উপরই যে পিটারসেনের ইংল্যান্ড দলে প্রত্যাবর্তন নির্ভর করছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।