ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যুব বিশ্বকাপ সংশ্লিষ্ট বিদেশিদের মূসক অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
যুব বিশ্বকাপ সংশ্লিষ্ট বিদেশিদের মূসক অব্যাহতি

ঢাকা: আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে টুর্নামেন্ট সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের ভোগ বা ব্যবহারের ওপর শর্তসাপেক্ষে মূল্য সংযোজন কর বা মূসক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লোকাল অর্গানাইজিং কমিটি (এলওসি) এর লিখিত আবেদনের প্রেক্ষিতে মূসক অব্যাহতি দেয় এনবিআর।


 
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
১৬টি দেশের অংশগ্রহণে ২৭ জানুয়ারি থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে শুরু হয়েছে আইসিসি অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ স্বাগতিক দেশ হিসেবে এর আয়োজন করছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইসিসি কর্তৃক আয়োজিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৬ একটি আর্ন্তজাতিক ক্রীড়া প্রতিযোগিতা। বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বকাপ ক্রিকেট ভেন্যু নিবার্চনের বিষয়টি দেশের জন্য গৌরব ও সম্মানের।
 
বিসিবি জাতীয় পর্যায়ের একটি ক্রীড়া সংগঠন ও দেশের ক্রিকেট অঙ্গনের মানোন্নয়নে সার্বিক দায়িত্ব পালনে নিয়োজিত ও এ বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে ভূমিকা রাখছে।
 
মূসক আইন ১৯৯১ এর ১৪ ধারার উপধারা (২) অনুযায়ী আইসিসির পক্ষে বিসিবি’র লোকাল অর্গানাইজিং কমিটি (এলওসি) এর লিখিত প্রত্যয়নপত্রের ভিত্তিতে বিশ্বকাপের সাথে সংশ্লিষ্ট নাগরিকদের ভোগ বা ব্যবহারের নিমিত্তে সরবরাহকৃত পণ্য বা সেবার ওপর স্থানীয় পর্যায়ে শর্তসাপেক্ষে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে।
 
শর্তের মধ্যে রয়েছে, আইসিসি অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিক ব্যতীত অন্যান্য দেশের নাগরিকের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে।
 
স্থানীয় পর্যায়ে প্রযোজ্য মূসক অব্যাহতির বিষয়ে সংশ্লিষ্ট মূসক কমিশনারেটকে অবহিত করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।