ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউইদের উড়িয়ে দিল আফগানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
কিউইদের উড়িয়ে দিল আফগানরা ছবি: সংগৃহীত

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেট পর্বের প্লে-অফ সেমিফাইনালে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষেও হেরে গেছে ব্লাকক্যাপস খ্যাত নিউজিল্যান্ডের যুবারা। ১৩৫ বল আর ৮ উইকেট হাতে রেখে কিউইদের হারায় আফগানরা।



আগে ব্যাটিং করে ১৩৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। নবম স্থানের জন্য ৪৪.৫ ওভার খেলা এ ম্যাচে কিউই যুবাদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন আনিকেত পারিখ।

কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড তরুণরা। তবে আফগান যুবাদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।

৫৪ বলে সাত চারে হাফ সেঞ্চুরি থেকে দুই রান কম করে আউট হন শেষের দিকের ব্যাটসম্যান পারিখ। এছাড়া ২৫ রান আসে জস ক্লার্কসনের ব্যাট থেকে। আর ২৩ রান করেন নাথান স্মিথ।

আফগান যুবাদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন শামসুর রাহমান ও রাশিদ খান। আর দুটি করে উইকেট পান জিয়া-উর-রেহমান ও তারিক।

১৩৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার করিম জানাত ১৩ রান করে বিদায় নেন। আরেক ওপেনার ও দলপতি ইহসানুল্লাহ ৫৭ বলে ৭টি চার আর একটি ছক্কায় ৪৭ রান করে ফেরেন। বাকিটা পথ পাড়ি দেন তারিক ও মালাকজাই। তারিকের ব্যাট থেকে আসে অপরাজিত ৫০ রান আর মালাকজাই করেন অপরাজিত ১৫ রান।

২৭.৩ ওভার ব্যাট করে মাত্র দুটি উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় আফগানিস্তানের যুবারা।

** কিউই যুবাদের স্বল্প সংগ্রহ

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।