ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরাজদের সামনে ইতিহাস গড়ার হাতছানি

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
মিরাজদের সামনে ইতিহাস গড়ার হাতছানি ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলনে হঠাৎ-ই হাজির হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি’র ক্রিকেট ‍পরিচালনা বিভাগের প্রধান নাইমুর রহমান দুর্জয়। চট্টগ্রামে জাতীয় দলের ক্যাম্প থেকে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের মুঠোফোনে নাকি কল এসেছে মাশরাফি-মুশফিকের!
 
সেমিফাইনালের আগে জুনিয়র টাইগারদের আসলে উজ্জীবিত করছেন সাবেক-বর্তমান ক্রিকেটাররা।

তারা মিরাজকে বলেছেন, তোমরা তোমাদের স্বাভাবিক ক্রিকেট খেলে যাও। বাইরের কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই। নিজের সেরাটা দিতে পারলে জয় চলে আসবে হাতের মুঠোয়। ছোটদের ম্যাচ নিয়ে বড়দের এমন ভাবনা, পরামর্শই অনেকটা স্পষ্ট করে কত বড় এক ম্যাচের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
 
বৃহস্পতিবার (১১ ফেব্রয়ারি) আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই স্বপ্নের ফাইনালে পৌঁছাবে স্বাগতিক বাংলাদেশ। প্রথমবারের মতো আইসিসি’র কোনো ইভেন্টের ফাইনালে লেখা হবে বাংলাদেশের নাম। মুশফিক-সাকিবরা যা পারেননি তাই কি করে দেখাতে চলেছেন মিরাজ-শান্তরা? কাল (বৃহস্পতিবার, ১১ ফেব্রয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামেই তার উত্তর মিলবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
 
বাংলাদেশ জিতলে ইতিহাসই রচনা হবে মিরপুরে। কারণ, এর আগে বাংলাদেশের যুবাদের কোনো দল বিশ্বকাপে খেলেনি সেমিফাইনাল অব্দিও। সেখানে মিরাজ-শান্তরা ফাইনালে পৌঁছালে সেটি হবে বাংলাদেশের ক্রিকেটে বড় অর্জনগুলোর একটি। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ অবশ্য এত কঠিন করে দেখতে চান না এ ম্যাচটিকে। এমন এক গুরুত্বপূর্ন ম্যাচও ভাবনায় আচ্ছন্ন করতে পারছে না  জুনিয়র টাইগারদের অধিনায়ককে।   

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটিকে ‘সেমিফাইনাল’ হিসেবেও মনে করতে চান না মিরাজ। অন্য সব ম্যাচের মতো করেই এ ম্যাচ নিয়ে ভাবছেন তিনি, সত্যি কথা বলতে, এটা ‘সেমিফাইনাল’ খেলা হিসেবে আমরা মাথায় নিচ্ছি না। আমার কাছে একটি জিনিসই মনে হচ্ছে, কালকে একটি ম্যাচ-ওটা জিততে হবে। আমরা যে কাজটা পারি, যেভাবে অনুশীলন করেছি সেটাকে মাঠে প্রয়োগ  করবো।   সেমিফাইনাল-দর্শক-চাপ এগুলো আমাদের মাথায় কাজ করছে না। একটাই চিন্তা কালকের ম্যাচে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ’
 
ম্যাচটিকে ‘সেমিফাইনাল’ না মনে করে খেলার পেছনে যুক্তিও দাঁড় করান মিরাজ,  ‘আমরা যদি সেমিফাইনাল ভেবে রোমাঞ্চিত এবং আবেগী হয়ে যাই তাহলে কিন্তু ম্যাচটি জিততে পারবো না। ক্রিকেট খেলা এমন একটি খেলা এখানে প্রসেসে থাকতে হবে। আপনি যদি প্রসেস থেকে বের হয়ে যান, তাহলে সফল হতে পারবেন না।   রোমাঞ্চ যখন নিজে থেকে অনুভব করা শুরু করবেন তখন চাপ কাজ করবে। তখন ন্যাচারাল খেলা খেলতে পারবেন না। ’
 
বিশ্বকাপ শুরুর আগে এই ওয়েস্ট ইন্ডিজকেই তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে ছেড়েছে মিরাজরা। তাদের শক্তি-দূর্বলতা বেশ ভালো জানা স্বাগতিকদের। তবে এসব হিসেবের বাইরে রেখেই স্পিন বোলিং ও ব্যাটিংয়ে নিজেদেরই এগিয়ে রাখলেন মিরাজ, ‘দুই দলের মধ্যে পার্থক্য করলে আমাদের স্পিনাররা অনেক ভালো। ব্যাটসম্যানও অনেক ভালো। ব্যাটসম্যানরা ভালো সংগ্রহ দাঁড় করালে আমাদের স্পিনারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমরা ওদের কাছ থেকে এগিয়ে আছি স্পিন আক্রমণ ও ব্যাটিংয়ে।  
 
বাংলাদেশের স্পিন নিয়েই বেশী ভাবছে ওয়েস্ট ইন্ডিজ। তাইতো নেট অনুশীলনে স্পিন বলেই বেশী সময় ব্যাটিং করেছে উইন্ডিজ ব্যাটসম্যানরা। সংবাদ সম্মেলনে ম্যাচ জেতার ব্যাপারে প্রত্যায়ী মনোভাবের কথাও শো‍না যায়নি অধিনায়ক শিমরন হেটমায়ারের কন্ঠে, ‘যতটুকু সম্ভব আমরা অনুশীলনে স্পিন খেলার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য ভালো। বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে খেলার জন্য আমরা প্রস্তুত। ’

নিজেদের মাঠে এদিন গ্যালারিতে ‘বাংলাদেশ-বাংলাদেশ’ স্লোগানে গলা ফাটাবে দর্শকেরা। তবে এটাকে চাপ হিসেবে নিতে চান না উইন্ডিজ ‍অধিনায়ক। তবে এটি যে চ্যালেঞ্জ হবে সেটি মানছেন তিনি, আমাদের দলের বেশিরভাগ ক্রিকেটার এতো দর্শকের সামনে কখনও খেলেনি। তবে সবাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ’
 
হোম ভেন্যু হিসেবে বাংলাদেশ যে সুবিধা পাবে সেটিও মনে করিয়ে দেন হেটমায়ার, ‘যখন দর্শকরা আমাদের উৎসাহ যোগাবে না, তখন আমরা খুব বেশি স্বস্তিতে থাকবো না-এটাই স্বাভাবিক। তবে বিষয়টিকে আমরা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। দলের সবাই তাদের মূল কাজটা ঠিকভাবে করতে পারলে আমাদের জেতার ভালো একটি সুযোগ আছে। ’
 
বাংলাদেশ অবশ্য কোনো সুযোগই দিতে চায় না ক্যারিবীয়দের।   আগে ব্যাটিং পেলে স্কোরবোর্ডে ২৫০ এর উপরেই রান দেখতে চান মিরাজ।   তা হলে সুদৃঢ় স্পিন আক্রমণ দিয়ে প্রতিপক্ষকে এ রানের আগেই বেঁধে ফেলা সম্ভব বলে মনে করছেন জুনিয়র টাইগারদের সফল এ অধিনায়ক, ‘আগে ব্যাটিং করলে আমাদের লক্ষ্য থাকবে ২৫০ প্লাস করা। আমাদের দলে বেশ ভালো মানের বোলার আছে। আমার মনে হয় বোলারদের জন্য ২৫০ রান ভালো স্কোর। আমরা সবাই ভালো খেলতে মুখিয়ে আছি। যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, অবশ্যই সফল হবো। ’ মিরাজদের সাফল্য দেখার অপেক্ষায় থাকছে পুরো বাংলাদেশ।    
 
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।