ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

স্যামি-গেইলদের পাশে কিংবদন্তি ভিভ

স্পোর্ট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
স্যামি-গেইলদের পাশে কিংবদন্তি ভিভ ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মাঝে টানা-পোড়ন শুরু হয়েছে। এমনও শোনা যাচ্ছে বিশ্বকাপ বর্জন করতে পারেন ক্রিকেটারা।

টি-টোয়েন্টি দলের অধিনায়ক স্যামি চান বিশ্বকাপের আগেই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি সংক্রান্ত ঝামেলা মিটিয়ে ফেলতে। সে জন্য আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন তিনি।

এদিকে ক্যারিবীয় ক্রিকেটার পাশে এবার দাঁড়ালেন সাবেক কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস। তিনি বলেন, ‘বর্তমান প্রজন্মের ক্রিকেটারেরা জানে তাদের কী মূল্য হওয়া উচিত এবং যখন ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভো, কাইরন পোলার্ড ও ড্যারেন স্যামিদের নিয়ে কোনও টুর্নামেন্ট হচ্ছে, মেনে নিতেই হবে যে, ওরা প্রত্যেকে দুর্ধর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার। ’

এর আগে স্যামি বলেছিলেন, ‘অধিনায়ক হিসাবে আমি চাই আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলে তারপর টুর্নামেন্টের প্রস্তুতিতে মনোনিবেশ করতে। ’

বিশ্বকাপে অংশ নিতেও যে তারা ভীষণভাবে আগ্রহী, সেই কথাও বলে রাখলেন স্যামি। বলেন, ‘আমরা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে চাই। ’

ভিভ আবার মনে করছেন, চুক্তিপত্র আরও আগে দিলে হয়তো সমস্যা এড়ানো যেত। তিনি বলেন, ‘আমার মতে চুক্তিপত্র দেওয়ার ব্যাপারে বোর্ড খুব বেশি দেরি করলে সমস্যা তৈরি হবে। ক্রিকেটারদেরও চিন্তাভাবনা করার সময় দেওয়া উচিত। ’

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।