ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মুশফিকদের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
সাকিব-মুশফিকদের হার

ঢাকা: পাকিস্তান সুপার লিগ টি-টোয়েন্টিতে কুয়েত্তা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পাঁচ উইকেটে হার মানলো সাকিব-মুশফিকের দল করাচি কিংস। করাচির করা ১২৬ রানের জবাবে ইনিংসের সাত বল বাকি থাকতে জয় তুলে নেয় কুয়েত্তা।



১২৭ রানের জয়ের লক্ষে খেলতে নেমে আহমেদ শেহজাদের ৪১, সরফরাজ আহমেদের অপরাজিত ২৯ ও কেভিন পিটারসেনের ২৬ রানে ভর করে জয় পায় কুয়েত্তা। করাচির বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান উসমান মীর। আর একটি করে উইকেট তুলে নেন সাকিব আল হাসান ও ইমাদ ওয়াসিম।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কুয়েত্তার বোলারদের সামনে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি করাচির ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক শোয়েব মালিক। ১০ রান করেন সাকিব। আর মুশফিক করেন ছয় রান। পরে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ২২৬ রান করতে সমর্থ হয় দলটি।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।