ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শারজিলের সেঞ্চুরিতে ফাইনালে ইসলামাবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
শারজিলের সেঞ্চুরিতে ফাইনালে ইসলামাবাদ ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শারজিল খানের ঝড়ো সেঞ্চুরিতে পেশোয়ার জালমিকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ইসলামাবাদ ইউনাইটেড। মিসবাহ-উল-হকের দলের ১৭৬ রানের জবাবে ১৮ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় পেশোয়ার।



টসে হেরে আগে ব্যাট করতে নামা ইসলামাবাদ ওপেনিং জুটিতে ১০৮ রানের পার্টনারশিপ গড়ে। তবে এই স্কোরে শারজিল একাই লড়ে যান। ডোয়েন স্মিথ ১৯ ‍রান করে আউট হন। তবে ৬২ বলে ১২ চার ও আট ছয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন শারজিল।

আরেক ব্যাটসম্যান খালিদ লতিফ অপরাজিত ২৮ রান করলে নির্ধারিত ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে দিলটি।

জয়ের লক্ষে খেলতে নেমে ইমরান খালিদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইটেক হারাতে থাকে পেশোয়ার। দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৪৫ রান করেন ওপেনার কামরান আকমল। আর শেষ দিকে অধিনায়ক শহীদ আফ্রিদি ১৭ বলে দুই চার ও চার ছক্কায় ৩৮ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।