ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নিজের প্রথম ওভারেই ১৫ রান দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
নিজের প্রথম ওভারেই ১৫ রান দিলেন সাকিব ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই ভারতীয় ব্যাটসম্যানদের ১৫ রান দিয়ে দিলেন সাকিব আল হাসান। তাকে তিন বার বাউন্ডারি ছাড়া করেছেন শেখর ধাওয়ান ও বিরাট কোহলিরা।



এর ফলে ১২১ রানের টার্গেটে ব্যাট করতে নামা ভারতীয়দের সংগ্রহ ষষ্ঠ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৮ রান। ব্যাটিংয়ে রয়েছেন শেখর ধাওয়ান ৩০ রানে। আর বিরাট কোহলি আছেন ১৭ রানে।

জিততে হলে ভারতীয়দের ওভারপ্রতি রান করতে হবে গড়ে ৮ এর ওপরে। ৬ ওভার শেষে তাদের গড় ৮। এই পর্যায়ে তাদের রান করতে হবে ওভারপ্রতি ৮ দশমিক ১১ রান করে।

এর আগে, মাহমুদুল্লাহ রিয়াদের (১৩ বলে ৩৩ রান) ঝড়ে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৫ ওভারে এ সংগ্রহের পথে বাংলাদেশ হারায় পাঁচ উইকেট।

রনির প্রথম ওভারে ৩ চারে ১৪ রান

চতুর্থ ওভারে খরচ ৭ রান

নিজের দ্বিতীয় ওভারে আরও কম রান দিলেন তাসকিন

৩ ‍রান খরচায় রোহিতকে ফেরালেন আল আমিন

প্রথম ওভারে ৫ রান দিলেন ‘গতিদানব’ তাসকিন

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এমজেএফ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।