ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ধর্মশালা বর্জনে পাকিস্তানকে ইমরানের পরামর্শ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
ধর্মশালা বর্জনে পাকিস্তানকে ইমরানের পরামর্শ ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের ধর্মশালার নিরাপত্তা ব্যবস্থা পর্যাবেক্ষণ করেত পাকিস্তান সরকার বিশেষ টিম পাঠাতে যাচ্ছে। তবে এমন সময় ভিন্ন সুর তুললেন দলটির সাবেক অধিনায়ক ইমরান খান।

তিনি জানান সেখানকার ম্যাচটা পাকিস্তানের খেলাই উচিৎ নয়।

ইমরান খান বলেন, ‘হিমাচলের মুখ্যমন্ত্রী যে বিদ্বেষপূর্ণ মন্তব্য করে ম্যাচের বিরোধিতা করেছেন, তার পর পাকিস্তানের কখনওই ধর্মশালায় খেলা উচিৎ নয়। ’ পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি পাশাপাশি দেশটির প্রধান বিরোধী নেতা হিসাবে ইমরানের এই মন্তব্য এক কথায় তাৎপর্যের।

ইমরানের কথা পাকিস্তানের সাধারণ মানুষের একাংশের মনোভাব বলে ধরা হচ্ছে। তিনি আরও বলেন, ‘হিমাচল মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, আতিথেয়তার মান আর সৌজন্য বিরোধী। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা সরাসরি পাকিস্তান বিদ্বেষ। ’

কিছুদিন আগে বীরভদ্র সিংহ জানিয়েছিলেন ধর্মশালায় পাকিস্তানের ম্যাচটিতে হামলার আশঙ্কা রয়েছে। পরে তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখেন। তবে বিসিসিআইয়ের সেক্রেটারী  আনুরাগ ঠাকুর জানিয়েছিলেন ম্যাচটি ধর্মশালাতেই হবে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।