ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

২০১৯ বিশ্বকাপেও ধোনির নেতৃত্ব চান শেবাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
২০১৯ বিশ্বকাপেও ধোনির নেতৃত্ব চান শেবাগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে চার নম্বরে ব্যাটিংয়ে নেমেই যেন ‘পুরনো রূপে’ হাজির হন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় অধিনায়কের এ পজিশনেই ব্যাট করা উচিৎ বলে মনে করেন বীরেন্দর শেবাগ।

শুধু তাই নয়, অন্তত ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ধোনিকে দলের নেতৃত্বে দেখতে চান সাবেক ভারতীয় ওপেনার।

শেবাগের মতে, অন্তত আরো দুই-তিন বছর বিশ্বজুড়ে বোলারদের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে থাকবেন ধোনি। এমনকি তাঁর বিশ্বাস, ধারাবাহিকভাবে চার নম্বরে ব্যাটিংয়ে করলে ‘ক্যাপ্টেন কুল’ ভারতকে আরো বেশি জয় উপহার দিতে পারবেন।

এক সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘যদি সে (ধোনি) চার নম্বরে ব্যাট করে তবে তা দলের জন্যই ভালো। পেসার ও স্পিন বোলারদের সে প্রাণবন্তভাবে খেলতে পারে। কখন ধীরে খেলতে হবে আর কখন চড়াও হতে হবে তা সে ভালো করেই জানে। ২০১৫ বিশ্বকাপ থেকেই আমি এটি বলে আসছি। এ পজিশনে খেললে ভারতের হয়ে ধোনি আরো অনেক বেশি ম্যাচ জিততে পারবে। ’

এদিকে, গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে অবসর বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন ৩৪ বছর বয়সী ধোনি। তবে ভারতীয় অধিনায়ক পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, তাঁর এ ধরনের কোনো পরিকল্পনা নেই।

এ ব্যাপারে শেবাগের ভাষ্য, ‘ধোনি এখনো ২-৩ বছর খেলতে পারে। শচীনকে নিয়েও ২০১১ বিশ্বকাপে এমন প্রশ্ন উঠেছিল। কিন্তু সেটা (অবসর) হয়নি। আমি মনে করি, ধোনি ২০১৯ বিশ্বকাপ (ইংল্যান্ডে) পর্যন্ত খেলতে পারবে। তাছাড়া, টেস্ট না খেলায় সে নিজের ফিটনেসও ঠিক রাখতে পারছে। ’

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।