ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্ব ছাড়লেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
অধিনায়কত্ব ছাড়লেন মালিঙ্গা ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কান দলের অধিনায়কত্ব ছাড়লেন লাসিথ মালিঙ্গা। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে লঙ্কানদের বাজে পাফরম্যান্সের পর এমন সিদ্ধান্ত নেন ডানহাতি এ ফাস্ট বোলার।



২০১৪ টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে শিরোপা জেতানো অধিনায়ক মালিঙ্গা বর্তমানে হাঁটুর ইনজুরিতে ভুগছেন। আর লঙ্কান ক্রিকেট বোর্ডের এক সুত্র থেকে জানা যায়, মালিঙ্গার পরিবর্তে দলের নেতৃত্বে আসছেন দেশটির টেস্ট ও ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

এসএলসি’র ভাইস-প্রেসিডেন্ট মোহান ডি সিলভা এ ব্যাপারে জানিয়েছেন, মালিঙ্গা তাদের কাছে এক চিঠির মাধ্যমে অধিনায়ক থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব করে। তবে তিনি দলের হয়ে খেলে যাবেন।

বাংলাদেশ এশিয়া কাপে মালিঙ্গা দলের হয়ে শুধুমাত্র প্রথম ম্যাচটি খেলেছিলেন। এর পর ইনজুরির কারণে পরের তিন ম্যাচ তাকে মাঠের বাইরে থাকতে হয়। ফলে স্বাগতিক বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট শেষ করে দলটি। লঙ্কানদের টি-২০ ইতিহাসে এটি সবচেয়ে বাজে পরিণতি।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।