ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বুড়ো’ ক্যাম্পবেলের চমক জাগানিয়া অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
‘বুড়ো’ ক্যাম্পবেলের চমক জাগানিয়া অভিষেক ছবি: সংগৃহীত

ঢাকা: রায়ান ক্যাম্পবেল যখন আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় দলের হয়ে খেলেছেন তখন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রি ছিলেন জন হাওয়ার্ড, মিউজিক চার্টের টপলিস্টে ছিলেন ইমিনেম আর অস্ট্রেলিয়ায় তখন মাত্রই ডিজিটাল টেলিভিশনের আর্বিভাব ঘটে। বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়ে এতো বছর পর আবারো মাঠে নেমেছেন রায়ান ক্যাম্পবেল।



ভারতের মাটিতে শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাছাইপর্বের গ্রুপ ‘বি’র ম্যাচে উদ্বোধনী দিন নাগপুরে মাঠে নেমেছে জিম্বাবুয়ে আর হংকং। আর ম্যাচ শুরুর আগেই চমক দেখালো হংকং। টি-টোয়েন্টি ফরমেটে সর্বোচ্চ বয়স নিয়ে অভিষেক ঘটেছে হংকংয়ের রায়ান ক্যাম্পবেলের। টি-টোয়েন্টি শুধু তরুণদের খেলা নয়, এই বার্তাই দিলেন তিনি।

৪৪ বছর ১ মাস বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অভিষেক ঘটলো ক্যাম্পবেলের। বেশি বয়সে বিশ্ব ক্রিকেটে অভিষেক ঘটা ক্যাম্পবেল শুধু হংকংয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যানই নন, দলটির ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ডানহাতি এ ব্যাটসম্যান অফব্রেক বোলিংও করে থাকেন।

ক্যাম্পবেল এর আগে মাত্র দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সেটিও আবার অস্ট্রেলিয়ার মতো দলের হয়ে। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৯৮টি। আর লিস্ট ‘এ’র ম্যাচে মাঠে নামেন ১০৫ বার।

অজিদের হয়ে দুটি ওয়ানডে ম্যাচ খেলা ক্যাম্পবেলের অভিষেক হয় নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০২ সালের ১৭ জানুয়ারি। আর সবশেষ ম্যাচটি তিনি অজিদের হয়ে খেলেন একই বছর ২২ ডিসেম্বর। নিজের শেষ ওয়ানডেটি তিনি খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। অভিষেক ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে মার্ক ওয়াহর সঙ্গে নেমে করেছিলেন ৫২ বলে ৩৮ রান। আর লঙ্কানদের বিপক্ষে নিজের সবশেষ ওয়ানডেতে অজিদের হয়ে নেমে করেছিলেন ১৮ বলে ১৬ রান। প্রায় ১৩ বছর পর আবারো ক্রিকেটার হিসেবে ফিরলেন ক্যাম্পবেল।

তিনি ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানান ২০০৬ সালে। এরপর তিনি একটি রেডিও স্টেশনের ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। ২০১০ সালে হংকংয়ে পাড়ি জমান ক্যাম্পবেল।

১৯৯৫-৯৬ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া ক্যাম্পবেল অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ড্যারেন লেহম্যান, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, ড্যামিয়েন মার্টিন, মাইকেল বিভান, শেন ওয়াটসন, ব্রাড হগ, ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রাথ, অ্যান্ডি বিকেল, স্টিভ ওয়াহ, শেন ওয়ার্ন, জ্যাসন গিলেস্পিদের মতো তারকাদের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ০৮ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।