ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হোম অব ক্রিকেটে পরবর্তী মাশরাফি-তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
হোম অব ক্রিকেটে পরবর্তী মাশরাফি-তাসকিন ছবি: সংগৃহীত

ঢাকা: দেশব্যাপী গত দুই মাস ধরে অনুষ্ঠিত ‘রবি ফাস্ট বোলার হান্ট’ ক্যাম্পেইনের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৫৬ জন তরুণ ফাস্ট বোলারকে মঙ্গলবার (৮ মার্চ) মিরপুরের হোম অব ক্রিকেটে পরিচয় করিয়ে দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

এ ক্যাম্পেইনের মাধ্যমে মোট ৫১ জন ছেলে, ৩ জন মেয়ে ও ২ জন ভিন্নভাবে সক্ষম ফাস্ট বোলারকে বাছাই করা হয়।

রবি সুপার ফাস্ট ইন্টারনেটের সৌজন্যে দেশজুড়ে যৌথভাবে এই ক্যাম্পেইনটির আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও স্পন্সর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।
মঙ্গলবার থেকে শুরু হয় ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইনের দ্বিতীয় পর্ব, যা চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত। প্রথম পর্বের নির্বাচিত ৫৬ জন ফাস্ট বোলারকে আরো সূক্ষ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তাদের দক্ষতা পরিমাপ করা হবে। ফাস্ট বোলাররা সাধারণত যেসব শারীরিক আঘাতের সম্মুখীন হন সেসব থেকে তারা কীভাবে মুক্ত থাকতে পারেন এ ব্যাপারটির ওপর বিশেষভাবে জোর দেয়া হবে। এছাড়া প্রাসঙ্গিক খুঁটিনাটি বিষয় ও শারীরিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় আনা হবে। এছাড়া খাদ্যাভ্যাস, পুষ্টি ও শরীরে পানির চাহিদার বিষয়ে ধারণা দেওয়া হবে বাছাইকৃত ফাস্টবোলারদের।

দুই দিনের প্রশিক্ষণ শেষে মোট ৫১ জন ছেলে ফাস্ট বোলারদের মধ্যথেকে ২০ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হবে। সবশেষে সেখান থেকে ১০ জন ছেলে ফাস্ট বোলার বিজয়ী হবেন। তাদের বিসিবি’র হাই পারফরমেন্স টিমের তত্ত্বাবধানে প্রশিক্ষণ প্রদান করা হবে। অন্যদিকে ৩ জন মেয়ে ফাস্টবোলারকে তাদের দক্ষতা অনুযায়ী যাচাই এবং আলাদাভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জাতীয় ভিন্নভাবে সক্ষম ক্রিকেট টিমের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে ভিন্নভাবে সক্ষম বোলারদের। তারা কাঙ্খিত যোগ্যতার প্রমাণ রাখলে সেই টিমের সদস্য হিসেবে যোগ দিতে পারবেন।

বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানান, একঝাঁক তরুণ ফাস্ট বোলারদের নিয়ে কাজ করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এরই মধ্যে শেষ হওয়া এশিয়া কাপে বাংলাদেশের ফাস্ট বোলিং বৈশ্বিক প্রসংশা কুড়িয়েছে। সামনে এগিয়ে যাচ্ছি বলে ক্রিকেট বিশ্বে ইতোমধ্যে সুনাম অর্জন করেছি আমরা। ক্রিকেটের স্বর্ণযুগে প্রবেশের এ মূহুর্তটিতে ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইনের মতো উদ্যোগ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এক্ষেত্রে রবি’র অবদান সত্যিই প্রশংসনীয়। ’

রবি’র সিইও মাহতাব উদ্দিন আহমেদ জানান, প্রথম থেকেই বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বিসিবি’র সাথে একযোগে কাজ করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ ছিল রবি। আমরা বিশ্বাস করি, ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইনের মাধ্যমে আমরা দেশের পরবর্তী মুস্তাফিজ, মাশরাফি, তাসকিন ও আল-আমিনকে খুঁজে পাব। এই প্রথম এমন একটি উদ্যোগের মাধ্যমে নারী ও ভিন্নভাবে সক্ষম ফাস্ট বোলারদেরও খুঁজে বের করা হয়েছে। এ উদ্যোগে বিসিবি’র আন্তরিক সহায়তায় আমরা অভিভূত। এ ধরনের ট্যালেন্টহান্ট উদ্যোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে আগামী তিন বছরে একই ধরনের আরো বেশ কয়েকটি আয়োজন করবে রবি। নির্বাচিত তরুণ ফাস্ট বোলারদের প্রতি আমাদের উষ্ণ অভিনন্দন। আমি নিশ্চিত যে আজকের এই তরুণরাই বাংলাদেশের ক্রিকেটে অসাধারণ অবদান রাখবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০৮ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।