ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডাচদের বিপক্ষে নাও থাকতে পারেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
ডাচদের বিপক্ষে নাও থাকতে পারেন মুস্তাফিজ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ক্যারিয়ারে এই প্রথম জাতীয় দলের হয়ে বড় কোনো আসরে দেশের বাইরে খেলতে গিয়েছেন বিশ্ব ক্রিকেটের চমক টাইগারদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে জাতীয় দলের হয়ে খেলতে গেলেও নিজেদের প্রথম ম্যাচে মাশরাফি বিন মর্তুজা দলের সেরা অস্ত্র মুস্তাফিজকে নাও পেতে পারেন।



বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চের সুপার টেনে জায়গা করে নিতে হবে। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে বুধবার (০৯ মার্চ) ধর্মশালায় মাঠে নামবে লাল-সবুজরা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে নামবে তামিম-সৌম্য-মুশফিক-সাকিব-মাশরাফি-রিয়াদরা।

তবে, এ ম্যাচে খেলা নাও হতে পারে মুস্তাফিজের। বিসিবির নির্বাচক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু এমনটিই জানিয়েছেন। তিনি জানান, নেদারল্যান্ডসের বিপক্ষে মুস্তাফিজের না খেলার সম্ভাবনাই বেশি। সে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যদিয়ে সে শতভাগ ফিট হলেই মাঠে নামবে। তবে, ডাচদের বিপক্ষে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত আমরা মুস্তাফিজের পুরোপুরি সেরে উঠার জন্য অপেক্ষা করবো। কারণ সে আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

চোটের কারণে ফাইনালের এক ম্যাচ আগেই শেষ হয়ে যায় মুস্তাফিজের এশিয়া কাপ। টাইগার এ পেসার এশিয়া কাপে নিজের শেষ ম্যাচ খেলেন ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। সে ম্যাচটিতে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন তিনি। আর সে ম্যাচেই পেশিতে টান অনুভব করেন মুস্তাফিজ। ব্যথা আরও বাড়ায় পরদিন পরীক্ষা করানো হয় অ্যাপোলো হাসপাতালে। এমআরআই স্ক্যান রিপোর্টে ধরা পড়ে ডান দিকের চোট। দুইদিন বিশ্রামের পর মুস্তাফিজকে পুনর্বাসন প্রক্রিয়া শুরুর নির্দেশনা দেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।

দশ দল নিয়ে মূলপর্ব শুরু হবে ১৫ মার্চ। বাছাইপর্বে ‘এ’ গ্রুপে থাকা মাশরাফি বিন মর্তুজার দলের প্রতিপক্ষ হিসেবে থাকছে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড আর ওমান। এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হলেই বাংলাদেশকে লড়তে হবে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে।

গ্রুপপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর তাদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড আর টাইগারদের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ওমান। ডাচদের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। আইরিশ ও ওমানের বিপক্ষে টাইগারদের ম্যাচ দুটি হবে বাংলাদেশ সময় রাত আটটায়। বাছাইপর্বে টাইগারদের প্রতিটি ম্যাচই হবে ধর্মশালায়।

৯ মার্চ: বাংলাদেশ-নেদারল্যান্ডস (ধর্মশালা, বিকেল ৩.৩০ মিনিট)
১১ মার্চ: বাংলাদেশ-আয়ারল্যান্ড (ধর্মশালা, রাত ৮টা)
১৩ মার্চ: বাংলাদেশ-ওমান (ধর্মশালা, রাত ৮টা)

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ০৮ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।