ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বমঞ্চের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
বিশ্বমঞ্চের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের জয় ছবি : প্রতীকী

ঢাকা: ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। নাগপুরে অনুষ্ঠিত গ্রুপ ‘বি’র ম্যাচে হ্যামিলটন মাসাকাদজার দলটি ১৪ রানে হারায় হংকংকে।



আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৫৮ রান। জবাবে, ৬ উইকেট হারানো হংকংয়ের ইনিংস থামে ১৪৪ রানে।

জিম্বাবুয়ের হয়ে ওপেনার মাসাকাদজা ১৩ বলে ২০ রান করে বিদায় নেন। আরেক ওপেনার ভুসি সিবান্দা করেন ইনিংস সর্বোচ্চ ৫৯ রান। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৫টি চার আর দুটি ছক্কার মার

এছাড়া, ম্যালকম ওয়ালার ২৯ বলে ২৬ রান করে আউট হন। মাত্র ১৩ বলে তিনটি ছ্ক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন এলটন চিগুম্বুরা।

১৫৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা হংকংয়ের ওপেনার আটকিনসন করেন ইনিংস সর্বোচ্চ ৫৩ রান। ৪৪ বল মোকাবেলা করে তিনি চারটি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারির দেখা পান। দলপতি তানভীর আফজাল ১৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকলেও পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া কিছুই করতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ০৮ মার্চ ২০১৬
এমআর

** ‘বুড়ো’ ক্যাম্পবেলের চমক জাগানিয়া অভিষেক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।