ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডাচদের বিদায়, টিকে থাকলো ওমান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
ডাচদের বিদায়, টিকে থাকলো ওমান ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপ মিশনের শুরুতে বাংলাদেশের বিপক্ষে হেরে পিছিয়ে ছিল নেদারল্যান্ডস। নিজেদের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হলো ডাচদের।

মূলপর্বে ওঠার দৌড়ে টিকে থাকলো ওমান।

বিশ্বকাপের বাছাইপর্বের সপ্তম ম্যাচে ও নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমান-নেদারল্যান্ডস ধর্মশালায় বিকেল সাড়ে তিনটায় মাঠে নামার কথা ছিল। তবে, বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা কয়েকদফা মাঠ পরিদর্শন শেষে অফিসিয়ালি ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন।

ফলে, দুই দলকে এক পয়েন্ট করে ভাগাভাগি করতে হয়। তাতে কপাল পোড়ে টাইগারদের বিপক্ষে ৮ রানে প্রথম ম্যাচ হেরে যাওয়া ডাচদের। বাছাইপর্বের গ্রুপপর্ব থেকেই তাদের বিদায় নিতে হলো। ওমানের বিপক্ষে এক পয়েন্ট পাওয়ায় ডাচদের এক ম্যাচ বাকি থাকতে অর্জিত হয় এই এক পয়েন্টই। আর এক পয়েন্ট পাওয়ায় ওমানের সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে তিন পয়েন্ট।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলে আইরিশদের বিপক্ষে দুই বল হাতে রেখে ২ উইকেটের জয় তুলে নেয় ওমান।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১১ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।