ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ধর্মশালা থেকে মহিবুর রহমান

বৃষ্টির চোখরাঙানিতে ম্যাচ বাতিলের আশঙ্কা

মহিবুর রহমান, সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
বৃষ্টির চোখরাঙানিতে ম্যাচ বাতিলের আশঙ্কা ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধর্মশালা থেকে: হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামের অবস্থান জম্মু-কাশ্মীরের কোল ঘেঁষেই। বড় বড় পাহাড়গুলো যেন স্টেডিয়ামের চারপাশে প্রহরীর ভূমিকা পালন করছে।

আর সেইসব বিশাল পাহাড় জুড়ে পড়ছে অবিরাম বৃষ্টি।

শুক্রবার (১১ মার্চ) ভোর থেকেই বৃষ্টি হওয়ায় ভিজে আছে ধর্মশালার পাহাড়ি পথ। বৃষ্টির কারণে ইতোমধ্যেই ওমান ও আয়রল্যান্ডের মধ্যকার দিনের প্রথম ম্যাচ পরিত্যাক্ত হয়ে গেছে। ফলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায় ‘এ’ গ্রুপ থেকে সুপার টেনে যাবার দৌড়ে এগিয়ে গেল ওমান। প্রথম ম্যাচে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে জয়ে ২ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকা ওমান ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় থলিতে পুরলো আরও একটি পয়েন্ট।  

আর বৃষ্টির এমন ধারবাহিকতা অব্যাহত থাকলে পরিত্যাক্ত হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দিনের অপর ম্যাচটিও। বৃষ্টির অব্যাহত চোখ রাঙ্গানিতে এখনও পর্যন্ত সেই সম্ভাবনাই বেশি। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা।

স্থানীয় আবহাওয়া সূত্র জানিয়েছে, গেল বৃহস্পতিবার (১০ মার্চ) রাত থেকে জম্মু-কাশ্মীরে বরফ পড়তে শুরু করেছ॥ এর প্রভাবে এখানে বৃষ্টিপাত অব্যাহত আছে। আগামী দুই/তিনদিন বৃষ্টি থাকবে।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি যেভাবে অবিরত পড়ে যাচ্ছে তাতে বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা একেবারেই কমে যাচ্ছে।

বৃষ্টির তীব্রতায় মাঠে দর্শকদের আনাগোণা খুবই কম। যারাও এসেছিলেন তারা স্টেডিয়াম থেকে ইতোমধেই চলে গেছেন। আর কয়েকজন যারা আছেন, তারা আশ্রয় খুঁজছেন স্টেডিয়ামের ছাউনি বেষ্টিত কোণে। পিচ ও মাঠ কাভার আবৃত থাকায় তার উপরেই মৃদুমন্দ বাতাসে খেলা করছে কাভারের উপরে জমে থাকা পানি।

বালাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।